Nokia 6.2, 7.2 ও Nokia 9 Pureview ব্যবহার করেন? কখন আসবে অ্যান্ড্রয়েড ১১ আপডেট জানুন

Nokia স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) আপডেটের জন্য অনেকদিন ধরেই বহু ইউজার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর তাই বেশ কিছুদিন আগে Nokia ব্র্যান্ডেড স্মার্টফোন নির্মাতা HMD Global, বেশিরভাগ নোকিয়া স্মার্টফোনে Android 11 আপডেটের সময়সূচি উল্লেখ করে সম্পূর্ণ রোডম্যাপ প্রকাশ করেছিল। সংস্থাটি জানিয়েছিল যে, ২০২১-এর এপ্রিল মাস নাগাদ নোকিয়ার অধিকাংশ স্মার্টফোনে নতুন ওএস-এর আপডেট চলে আসবে। নিজের প্রতিশ্রুতি পালন করে সংস্থাটি এই আপডেট রোলআউট করাও শুরু করে এবং এখনও পর্যন্ত Nokia 8.3 5G, Nokia 8.1, Nokia 3.2, Nokia 4.2, Nokia 2.2, Nokia 2.3 এবং Nokia 2.4, অ্যান্ড্রয়েড ১১ আপডেট পেয়েছে।

তবে সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যাচ্ছে যে, সংস্থাটি Android 11 রোডম্যাপে কিছু পরিবর্তন করেছে। সংশোধিত রোডম্যাপ অনুযায়ী, কিছু নোকিয়া স্মার্টফোন ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে নতুন ওএস-এর আপডেট পাওয়ার জন্য আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। সংশোধিত রোডম্যাপ থেকে জানা যাচ্ছে যে, বেশ কয়েকটি নোকিয়া ফোন ২০২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকে নতুন আপডেট পাবে না।

সংস্থাটি এখন জানিয়েছে যে, Nokia 6.2, Nokia 7.2 এবং Nokia 9 Pureview ফোনে ২০২১-এর তৃতীয় ত্রৈমাসিকে এই আপডেট পৌঁছাবে। এর অর্থ হল উল্লেখিত ফোনগুলির ইউজারদের অ্যান্ড্রয়েড ১১ এর ফিচার পাওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মাসে HMD Global, তিনটি নতুন সিরিজের অধীনে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করেছে। এই নতুন তিনটি সিরিজ হল- Nokia X সিরিজ, G সিরিজ এবং C সিরিজ। প্রতিটি সিরিজে দুটি করে হ্যান্ডসেট বাজারে এসেছে, যেগুলি হল Nokia X20, Nokia X10, Nokia G20, Nokia G10, Nokia C20 এবং Nokia C10। এই প্রত্যেকটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন