Tecno Spark 20 অতি সস্তায় ভারতে লঞ্চ হল, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে রয়েছে বড় ব্যাটারি

Tecno Spark 20 মডেলে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ডিটিএস স্টেরিও স্পিকার সিস্টেম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে

আজ অর্থাৎ ৩০শে জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করলো Tecno Spark 20। ফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে এসেছে। এদেশে এর দাম ১০,৫০০ টাকারও কম রাখা হয়েছে। এই হ্যান্ডসেটটি পূর্বসূরি Tecno Spark 10 (২০২৩ সালে আগত) ফোনের তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার অফার করে। Tecno Spark 20 মডেলে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ডিটিএস স্টেরিও স্পিকার সিস্টেম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। তুলনার খাতিরে জানিয়ে রাখি পূর্বসূরি মডেলে হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। যেখানে কিনা উত্তরসূরিটি এসেছে হেলিও জি৮৫ চিপসেটের সাথে। চলুন Tecno Spark 20 স্মার্টফোনের দাম, লভ্যতা ও কনফিগারেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Tecno Spark 20 স্মার্টফোনের দাম এবং লভ্যতা

ভারতীয় বাজারে টেকনো স্পার্ক ২০ স্মার্টফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, যার দাম থাকছে ১০,৪৯৯ টাকা। আগ্রহীরা আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং নির্বাচিত অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ডিভাইসটি – নিয়ন গোল্ড, গ্র্যাভিটি ব্ল্যাক, সাইবার হোয়াইট ও ম্যাজিক স্কিন ২.০ (ব্লু) কালার অপশনের সাথে কিনতে পারবেন।

প্রসঙ্গত লঞ্চ অফারের অংশ হিসাবে টেকনো তাদের এই নয়া হ্যান্ডসেটের সাথে ৫,৬০৪ টাকার ওটিটি সাবস্ক্রিপশন অফার করবে। এক্ষেত্রে ক্রেতারা এই অফারের অধীনে – SonyLIV, Zee5, Fancode, Lionsgate Play, Shemaroo সহ ২৩টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস বিনামূল্যে পেয়ে যাবেন।

Tecno Spark 20 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ২০ ফ্লাট এজ ও প্লাস্টিক ইউনিবডি ডিজাইনের সাথে এসেছে। এই স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২×৭২০ পিক্সেল) IPS LCD টাচস্ক্রিন রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং মালি জি৫২ এমসি২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস (HiOS) কাস্টম স্কিন চালিত। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা মিলবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Tecno Spark 20 ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ ও PDAF সহ ৫০ মেগাপিক্সেলের রিয়ার প্রাইমারি ক্যামেরা (০.০৮ অক্সিলিয়ারি লেন্স) এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। দুর্দান্ত সাউন্ড সরবরাহের জন্য এতে পাওয়া যাবে ডিটিএস স্টেরিও স্পিকার সিস্টেম। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ৪জি এলটিই, জিপিএস, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পোর্ট অন্তর্ভুক্ত থাকছে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পরিশেষে IP53 রেটিং প্রাপ্ত Tecno Spark 20 ফোনের পরিমাপ ১৬৩.৭x৭৫.৬x৮.৫ মিমি।