শাওমি-ভিভোর মতো জনপ্রিয় না হলেও বাজার কাঁপাচ্ছে Meizu, নতুন ফোনের বুকিং 1 লাখ টপকে গেল

শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo), ভিভো (Vivo) বা ওয়ানপ্লাস (OnePlus)-এর মতো পরিচিত না হলেও, চীনে মেইজুর কদর নেই বললে ভুল হবে। বর্তমানে কোম্পানিটি তাদের লেটেস্ট স্মার্টফোন Meizu 21 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মেইজু বিভিন্ন টিজারের মাধ্যমে নতুন মডেলের প্রচার করছে। এখন সবাইকে চমকে দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, Meizu 21 সিরিজের প্রি-বুকিং ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

Meizu 21 সিরিজের প্রি বুকিং 1 লক্ষ টপকে গেল

মেইজু গত ১৫ নভেম্বর থেকে মাত্র ১ ইউয়ানের নামমাত্র ডিপোজিটের সাথে মেইজু ২১-এর প্রি-বুকিং প্রক্রিয়া শুরু করেছে। আর এই দুইদিনের মধ্যেই অগ্রিম বুক করা ফোনের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। ক্রেতাদের কাজ থেকে এই বিপুল সাড়ার পিছনে সংস্থার আকর্ষণীয় আর্লি বার্ড অফারের অবদান অনস্বীকার্য।

যেমন ৩৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ট্রেড-ইন সাবসিডি, ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৫৩০ টাকা) মূল্যের এক্সক্লুসিভ মেইজু এআর স্মার্ট গ্লাস, ২,১০০ ইউয়ান (প্রায় ২৪,৮১০ টাকা) মূল্যের একটি গেমিং গিফট প্যাক এবং প্রায়োরিটি ডেলিভারি সহ নানা সুযোগ-সুবিধা।

Meizu 21 সিরিজের স্পেসিফিকেশন

Meizu 21 কাস্টম-মেড ৬.৫৫ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড (Samsung AMOLED) ডিসপ্লে অফার করবে এবং স্ক্রিনের চারদিকে ১.৭৪ মিলিমিটার পরিমাপের প্রতিসম বেজেল দেখা যাবে। Meizu 21 এবং উচ্চতর Meizu 21 Pro উভয় মডেলই Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে চলবে এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, Meizu 21 ফোনে একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা থাকবে, যেখানে Pro ভার্সনটি একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসতে পারে। Meizu 21 সিরিজের উভয় মডেলেই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। তবে প্রো মডেলে স্ট্যান্ডার্ড সংস্করণের ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির চেয়ে বড় ৫,০২০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।