iPhone এর মতো ক্যামেরা, আজ প্রথম সেলে বিরাট ছাড়ে 6500 টাকার কমে কিনুন এই স্মার্টফোন

বছর শেষে সস্তায় ঘরে তুলুন আইফোন সদৃশ Tecno Spark Go 2024 স্মার্টফোন

আপনারা কি Apple iPhone কেনার ইচ্ছা রাখেন কিন্তু দামের কারণে তা সম্ভব হচ্ছে না? তবে জানিয়ে রাখি, ভারতের বাজারে iPhone সদৃশ্য ব্যাক ক্যামেরা ডিজাইন এবং হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে সহ এমন একটি স্মার্টফোন আছে যা এখন ৬,০০০ টাকারও কমে কেনা যাচ্ছে! আমরা কথা বলছি সদ্য লঞ্চের মুখ দেখা Tecno Spark Go 2024 স্মার্টফোনের প্রসঙ্গে। বছর শেষে ই-কমার্স সাইট Amazon, আলোচ্য ডিভাইসটির সাথে লোভনীয় ব্যাঙ্ক কার্ড অফার দেওয়ার ঘোষণা করেছে। যার দরুন এই ফোন এখন আরো সস্তায় কেনা সম্ভব। আবার প্রযোজ্য এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে, মাত্র কয়েকশো টাকার বিনিময়েই পকেটস্থ করা যাবে ফোনটিকে। চলুন Tecno Spark Go 2024 স্মার্টফোনের সাথে কি কি অফার দেওয়া হচ্ছে তা বিস্তারে জেনে নেওয়া যাক…

বছর শেষে সস্তায় ঘরে তুলুন আইফোন সদৃশ Tecno Spark Go 2024 স্মার্টফোন

গত ৪ঠা ডিসেম্বর টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭,৯৯৯ টাকা বিক্রয় মূল্যের সাথে এদেশে লঞ্চ হয়েছিল। কিন্তু ই-কমার্স সাইট অ্যামাজনে ব্যাঙ্ক কার্ড অফারের পর এই মডেলটি মাত্র ৬,৪৯৯ টাকা খরচ করে কেনা যাবে।

অন্যদিকে, ফোনটির ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেল এযাবৎ ৬,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছিলো। কিন্তু এখন এই স্টোরেজ বিকল্পটি ব্যাঙ্ক কার্ড অফার সহ ৬,০০০ টাকারও কমে পাওয়া যাচ্ছে অ্যামাজনে।

অন্যান্য অফারের কথা বললে, যেসকল ক্রেতারা তাদের পুরানো মোবাইল পরিবর্তন করে এই ফোনটি কিনবেন তাদের সর্বোচ্চ ৬,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ পুরনো ফোনের মডেল নম্বর এবং অবস্থার উপর নির্ভর করবে।

টেকনো স্পার্ক গো ২০২৪ মোট দুটি কালার বিকল্পের সাথে এসেছে, যথা – গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট।

Tecno Spark Go 2024 স্মার্টফোনের স্পেসিফিকেশন

বক্সি এবং কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সাথে আসা Tecno Spark Go 2024 স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। জানিয়ে রাখি, এই ডিসপ্লের উপরিভাগে ডায়নামিক পোর্ট ফিচার সহ পাঞ্চ-হোল কাটআউট আছে। যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করে, অর্থাৎ নোটিফিকেশন প্রদর্শন করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে। এই হ্যান্ডসেট ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব।

Tecno Spark Go 2024 ফোনের ব্যাক প্যানেলে থাকা বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল সেন্সর অবস্থান করছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য এতে ডিটিএস (DTS) দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে, যা ৪০০% জোরে সাউন্ড আউটপুট অফার করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এছাড়া নিরাপত্তার জন্য পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।