Maruti 800: 39 বছর আগে বিক্রিত মারুতির প্রথম গাড়ি ঝাঁ-চকচকে হয়ে জন্মলগ্নের অবস্থায় ফিরল, তখন কত দাম ছিল জানেন?

ভারতীয় মধ্যবিত্তদের হাতের নাগালের দামে গাড়ি পৌঁছে দিয়েছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)। আজ থেকে ঠিক ৩৯ বছর আগে ১৯৮৩ সালে Maruti Suzuki 800 বাজারে প্রথম পা রেখেছিল। এবারে সেই আইকনিক হ্যাচব্যাক মডেলটিকে জন্মলগ্নের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেল সংস্থা। যেটি হরিয়ানাতে মারুতি সুজুকির সদর দপ্তরে প্রদর্শিত হচ্ছে। উল্লেখ্য, এই ছোট্ট হ্যাচব্যাক মডেলটি ছিল এক সময়কার ভারতের সবচেয়ে সফল গাড়ি। যেটি অসংখ্য মানুষকে গাড়ি কিনতে বাধ্য করেছিল। অনেকেরই স্বপ্নের মডেল ছিল Maruti 800।

এই গ্র্যান্ড মডেলটির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে মারুতি সুজুকির ঊর্ধ্বতন কার্যনির্বাহী আধিকারিক (সেলস অ্যান্ড মার্কেটিং) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “যেমন ভারতবর্ষ ৭৫ বছর আগে স্বাধীনতা অর্জন করেছিল, তেমন Maruti Suzuki 800 আজ থেকে প্রায় ৪ দশক আগে লঞ্চ হয়েছিল। গাড়িটি বর্তমানে মারুতি সুজুকির সদর দপ্তরে অরিজিনাল অবস্থায় ডিসপ্লে করা হয়েছে।”

প্রসঙ্গত, প্রথম লঞ্চের সময় Maruti Suzuki 800-এর দাম ছিল ৪৭,৫০০ টাকা। হরিয়ানার মারুতি উদ্যোগ লিমিটেডের ইউনিটে গাড়িটি নির্মিত হতো। গাড়িটি প্রথম যিনি কিনেছিলেন, তিনি নতুন দিল্লির বাসিন্দা হরপাল সিং। হরিয়ানাতে মারুতি সুজুকির কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনী মঞ্চ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে গাড়ির চাবি গ্রহণ করেছিলেন তিনি। সিং মৃত্যুর আগে ২০১০ পর্যন্ত গাড়িটি চালিয়েছেন। যার রেজিস্ট্রেশন নম্বর ছিল DIA 6479।

২০০৪ পর্যন্ত ভারতের বেস্ট সেলিং গাড়ি হিসেবে আধিপত্য বজায় রেখেছিল Maruti 800। ২০১০-এ গাড়িটির উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মারুতি সুজুকি। এরপর গাড়িটির যোগ্য উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখে Maruti Alto। অবশেষে ২০১৪-তে পাকাপাকিভাবে Maruti 800-এর বিক্রি বন্ধ করে দেয় সংস্থা। রিপোর্টে দাবি ভারতের ২৭ লক্ষের বেশি ৮০০-এর মডেল বিক্রি করেছিল তারা।