Reno 11 স্রেফ ট্রেলার! বাজারকাঁপানো ফিচার দেখা যাবে Oppo Find X7 স্মার্টফোনে

ওপ্পো সম্প্রতি চীনে তাদের মিড-রেঞ্জের Oppo Reno 11 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। আর এখন ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ Find X7 সিরিজের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে যে, এই লাইনআপে অন্তর্ভুক্ত মডেলগুলি আগামী বছর জানুয়ারি মাস নাগাদ আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই এবার, এক সুপরিচিত টিপস্টার Oppo Find X7 এবং Oppo X7 Pro-এর ডিসপ্লে সম্পর্কে বিশদ তথ্য শেয়ার করেছেন।

Oppo Find X7 এবং X7 Pro-এর ডিসপ্লে স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ মডেলটি বিওই (BOE)-নির্মিত এক্স১ ডিসপ্লে দ্বারা সজ্জিত হবে, যা ওয়ানপ্লাস ১২-এও ব্যবহৃত হবে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, ওয়ানপ্লাস ১২-এ ৬.৮২ ইঞ্চির কার্ভড-এজ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেলের উচ্চ রেজোলিউশন, এলটিপিও ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং ৪,৫০০ নিটের অভূতপূর্ব ব্রাইটনেস অফার করবে।

স্ক্রিনটি ৫১০ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে এবং উন্নত ভিজ্যুয়ালের জন্য নীল ডায়মন্ড অ্যারেঞ্জমেন্ট থাকবে। ওপ্পো-এর ডিসপ্লে পি১ চিপ এবং ২কে স্ক্রিনের জন্য ডিসপ্লেমেট এ+ (DisplayMate A+) রেটিং সহ ওয়ানপ্লাস ১২ একটি প্রিমিয়াম এবং আকষর্ণীয় ভিউয়িং এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দেয়।

তবে টিপস্টার দাবি করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এর ডিসপ্লের জন্য কোম্পানিটি বিওই-এর স্ক্রিন ব্যবহার করবে নাকি স্যামসাংয়ের ই৭ ডিসপ্লে, তা এখনও স্পষ্ট নয়। উভয় স্ক্রিনই ২কে রেজোলিউশন অফার করবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৭-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে, যেখানে প্রো মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। সিরিজটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস ১৪ (ColorOS 14) ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

এছাড়াও সম্প্রতি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-এ ফাঁস হওয়া Oppo Find X7 Pro-এর একটি ছবি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে চারটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ সমন্বিত অষ্টভুজাকার ক্যামেরা মডিউল থাকবে। আবার এও শোনা যাচ্ছে যে, Oppo Find X7 Pro হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে ডুয়েল পেরিস্কোপ ক্যামেরা থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Oppo Find X7 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে। প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং এক জোড়া পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে৷ শেষ দুটি ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৬x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX858 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা হতে পারে।