ইঁটের মত ভারী ছিল বিশ্বের প্রথম Phone, দাম হার মানাবে লেটেস্ট iPhone-কেও

হালকা ওজনের এবং ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত আমাদের এখনকার পছন্দ, কিন্তু কেমন ছিল বিশ্বের প্রথম মোবাইল ফোন?

আজকের দিনে স্মার্টফোন এবং শ্বাস-প্রশ্বাস বলতে গেলে সমগোত্রীয় হয়ে দাঁড়িয়েছে। শুধু ফোন কল বা মেসেজ করা নয়, বরঞ্চ বিভিন্ন কাজে-অবসরে এক কথায় বললে সমস্ত ক্ষেত্রেই আমাদের জীবনে স্মার্টফোন এখন খুব প্রাসঙ্গিক! আর বাজারের এই চাহিদার কথা মাথায় রেখে প্রায়ই কোনো না কোনো ব্র্যান্ড নতুন স্মার্টফোন লঞ্চ করছে, যার ফলে এখন ফোন কেনার জন্য হাতের কাছে থাকছে হাজার রকম বিকল্প। কিন্তু আপনি কি জানেন যে, প্রথম মোবাইল বা পোর্টেবল ফোনটি কখন, কত দামে লঞ্চ হয়েছিল এবং কোন কোম্পানি এর পেছনে ছিল? এক্ষেত্রে আপনার উত্তর যদি ‘না’ হয়, তাহলে আজকের প্রতিবেদনে আমরা প্রযুক্তির অতীতের সেই গল্পই শেয়ার করব।

৪০ বছর আগে লঞ্চ হয় বিশ্বের প্রথম পোর্টেবল ফোন

পাঠকদের বলি, বিশ্বের প্রথম পোর্টেবল সেল ফোনটি ১৯৮৩ সালে মানে আজ থেকে ৪০ বছর আগে লঞ্চ হয়েছিল। এটি বাজারে এনেছিল মোটোরোলা (Motorola) কোম্পানি, যা এখন বিভিন্ন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করে থাকে। উল্লেখ্য, মোটোরোলার তৎকালীন জেনারেল ম্যানেজার মার্টিন কুপার ১৯৭৩ সাল থেকে কাজ করে এই সেল ফোনটি তৈরি করেন; এর নাম দেওয়া হয় ডায়নাট্যাক ৮০০০এক্স (DynaTAC 8000X)। সেক্ষেত্রে মোটোরোলার এই ফোনের দাম এবং ফিচার জানলে চোখ হয়ত কপাল ছাড়িয়ে মাথার তালুতে উঠে যাবে!

Motorola DynaTAC 8000X ফোনের ফিচার

মোটোরোলা ডায়নাট্যাক ৮০০০এক্স আদতে ছিল একটি ইঁটের মত প্রোটোটাইপ। এর ওজন ছিল ৭৯০ গ্রাম, যা আজকের একটি স্মার্টফোনের থেকে কয়েকগুণ বেশি! শুধু তাই নয়, এই ডিভাইসে ৩০ মিনিট কথা বলার জন্য এটিকে ১০ ঘন্টা চার্জ দেওয়ার প্রয়োজন ছিল। ভাবুন তো, এটি পরিচালনা করা ঠিক কতটা কঠিন কাজ ছিল এবং তারপর ধীরে ধীরে কীভাবে প্রযুক্তি পরিবর্তিত হয়েছে!

দামের ক্ষেত্রে iPhone রয়েছে অনেক পেছনে

ওই সময় মোটোরোলা ডায়নাট্যাক ৮০০০এক্স ফোনের দাম ছিল ৩,৯৯৫ ডলার (ভারতীয় মূল্যে ৩,৩০,৯৫১ টাকা)। আজকাল আইফোনে এর দামের জন্য আমরা অভিজাত তকমা দিই বা দাম নিয়ে মজা করি; অথচ অবাক করার ব্যাপার এটাই যে, সেই সময় ফোনের দাম ছিল ৩ লাখ টাকার (মানে আইফোনের থেকেও) বেশি।