Redmi K70e: কৃত্তিম বুদ্ধিমত্তায় কামাল করবে রেডমির নয়া ফোন, কী কী চমক থাকবে জেনে নিন

বেশ কিছু মাস ধরেই রেডমি (Redmi)-এর K-সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে জোর জল্পনা চলছে। তবে এই গুঞ্জনের মাঝে কোম্পানির তরফে অবশেষে Redmi K70 সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে৷ রেডমি সোশ্যাল মিডিয়ায় আপকামিং লাইনআপে অন্তর্ভুক্ত Redmi K70E মডেলটির কিছু টিজার শেয়ার করেছে। প্রসঙ্গত, এই সিরিজে স্ট্যান্ডার্ড Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70E – এই তিনটি মডেল আসবে বলে মনে করা হচ্ছে। নতুন টিজারগুলি Redmi K70E সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi K70E-এর AnTuTu বেঞ্চমার্কিং স্কোর প্রকাশ্যে

রেডমি দ্বারা ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে শেয়ার করা টিজারটি নিশ্চিত করেছে যে, রেডমি কে৭০ই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, গতকাল মিডিয়াটেক নতুন ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর লঞ্চ করেছে। কিন্তু যেহেতু কে৭০ই-তে ‘আল্ট্রা’ ভ্যারিয়েন্ট থাকবে, তাই এটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় উন্নত সিপিইউ/জিপিইউ পারফরম্যান্স সরবরাহ করবে বলে অনুমান।

এমনকি, ব্র্যান্ডটি এও দাবি করেছে যে রেডমি কে৭০ই ১৫,২৬,৩২৮ পয়েন্টের একটি দুর্দান্ত আনটুটু ভি১০ (AnTuTu v10) বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই স্কোর থেকে আন্দাজ করা যায় ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে একটি শক্তিশালী বিকল্প হবে। এছাড়াও, কোম্পানি রেডমি কে৭০ই-এর এক ঘন্টার গেমিং টেস্টের ফলাফল শেয়ার করেছে, যেখানে স্মার্টফোনটি ২৫ ডিগ্রি সেলসিয়াসে একটি “ওপেন-ওয়ার্ল্ড গেম” চালানোর সময় অ্যাভারেজ ফ্রেম রেট ৫৮.৮৬ এফপিএস (FPS) বজায় রেখেছে।

Redmi K70E-এ জেনারেটিভ এআই ক্ষমতা মিলবে

কর্মক্ষমতা ছাড়াও, Redmi K70E ফোনটি Dimensity 8300 চিপসেটের এআই (AI) ক্ষমতার ব্যাপক ব্যবহার করবে বলেও আশা করা হচ্ছে। অন্য একটি টিজারে কোম্পানির দ্বারা শেয়ার করা হয়েছে যে, Redmi K70E টেক্সট প্রম্পটের ওপর ভিত্তি করে নতুন বাক্য ও ফটো তৈরি করতে সক্ষম হবে। এটি ফটো এক্সপ্যানশন (যেমন – Adobe-এর Generative Fill), রিয়েল-টাইম সাবটাইটেল এবং এআই-এর মাধ্যমে উন্নত ফটো অ্যালবাম সার্চের মতো ফিচার্স সাপোর্ট করবে।