কিনতে গেলে খালি হাতে ফিরবেন, চুপিচুপি এই মোটরসাইকেলের বিক্রি বন্ধ হয়ে গেল

স্পোর্টস অ্যাডভেঞ্চার ট্যুরারের দুনিয়ায় অন্যতম বড় নাম হচ্ছে Kawasaki Versys 1000। কিন্তু হঠাৎই বিক্রি বন্ধ করে দেওয়ার জল্পনা উস্কে কাওয়াসাকি ভারতে তাদের ওয়েবসাইট থেকে নিঃশব্দে বাইকটির নাম সরিয়ে ফেলেছে। যদিও এই প্রসঙ্গে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান, এই বছরের শেষের দিকে বাইকটি নতুন মডেল হিসাবে পুনরায় লঞ্চ করবে সংস্থা। আর সে কারণেই আগেভাগে এমন পদক্ষেপ।

জানিয়ে রাখি, ব্রিটেনের বাজারে Kawasaki Versys 1000 মডেলটির এখনও বিক্রি জারি রয়েছে। হাই পারফরম্যান্স অর্জন করার লক্ষ্যে বাইকটিতে ১০৪৩ সিসি ইনলাইন-ফোর ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে সর্বোচ্চ ১২০ বিএইচপি ক্ষমতা এবং ১০২ এনএম টর্ক উৎপন্ন হয়। হাইওয়েতে গতির স্ফুরণ ঘটাতে যা যথেষ্ট।

আদর্শ ট্যুরার হয়ে উঠতে Kawasaki Versys 1000-কে সাহায্য করেছে আরামদায়ক সিট, আপরাইট রাইডিং পজিশান, এবং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন। তবে অনেকেই হয়তো এতে উপস্থিত ১৭ ইঞ্চি হুইলের প্রসঙ্গ টেনে বিতর্ক জুড়ে দিতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই হুইলের সাহায্যে বাইকটি শহরের যানজট খুব সহজেই কাটিয়ে উঠতে সক্ষম।

প্রসঙ্গত, ভারতের বাজারে Kawasaki Versys 1000 কখনই বেচাকানার দিক থেকে জোয়ার আনতে পারেনি। তবে ২০২৪-এ নতুন ভার্সনটি চমক সমেত হাজির হতে পারে। ফিচার্স এমনকি জ্বালানিতেও আপডেট দেওয়া হবে। E20 অর্থাৎ ৮০ শতাংশ পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানিতে চলার ক্ষমতা পেতে পারে বাইকটি।