Mukesh Ambani: বোমা-বুলেট রুখে দেবে! দেশের সবচেয়ে সুরক্ষিত গাড়ি চড়েন আম্বানি, দাম কত জানেন

ফোর্বস এর শেষ প্রকাশিত বিশ্বেহ ধনী ব্যক্তিদের লিস্টে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি। এহেন ভিআইপি ব্যক্তির বহু মূল্যের বিলাসবহুল গাড়ি চড়াটা স্বাভাবিক। মুকেশ আম্বানি ও তার পরিবারের সংগ্রহে রয়েছে একাধিক বুলেটপ্রুফ গাড়ি। প্রতি বছর নিয়ম করে সিকাউরিটি আপগ্রেডের মাধ্যমে গাড়ি পরিবর্তন করে থাকেন তারা। সাধারণত আম্বানি পরিবারের সদস্যরা রাস্তা দিয়ে যাওয়া আসার করার সময় সামনে ও পেছনে থাকে একাধিক কনভয়। তবে মুকেশ আম্বানির জন্য বন্দোবস্ত আরোও খানিকটা উন্নত। সম্প্রতি যে তথ্য উঠে এসেছে তাতে, ভারতের অন্যতম সুরক্ষিত বুলেটপ্রুফ গাড়ির মালিক কিন্তু তিনিই। হালে এক ভিডিওতে মুকেশ আম্বানিকে Mercedes-Benz S680 Guard এর ভিতরে দেখা গিয়েছে। এই বুলেটপ্রুফ সেডানটি উচ্চ নিরাপত্তার জন্য প্রসিদ্ধ।

কিছুদিন আগেই এক ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে মুম্বাইয়ে রাস্তায় ছুটন্ত মুকেশ আম্বানির কনভয়। সেখানেই একটি রাস্তার পাশে ইউ টার্ন নেওয়ার সময় নজরে আসে বহু মূল্যের এই সুরক্ষিত গাড়িটি। চোখের নিমেষেই গাড়ি ঘুরিয়ে পরপর বেরিয়ে যায় তার কনভয়। Range Rover, MG Gloster, Mercedes-Benz V-Class MPV এবং Ford Endeavour এর মত নামিদামি সব গাড়ি ছিল সেখিনে, যার এক-একটির মূল্য কোটি টাকার উপরে। মুকেশ আম্বানি সম্ভবত মেরুন রঙের S680 Guard এর আসনেই সওয়ার ছিলেন।

Mercedes-Benz S680 Guard: দাম

আগেই বলেছি, আম্বানি সাহেবের জিম্মায় রয়েছে একাধিক বুলেটপ্রুফ গাড়ি। S680 Guard এর আগে পর্যন্ত তার হাতে ছিল প্রায় ১০ কোটি টাকা মূল্যের S600 Guard মডেলটি। মার্সিডিজ বেঞ্জ এর এই নতুন গাড়িটির সঠিক দাম সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও এটির মূল্য নিশ্চিতভাবেই ১০ কোটির গণ্ডি পেরোবে বলে অনুমান করা যায়। আসলে এই জাতীয় বুলেটপ্রুফ সুরক্ষিত গাড়িগুলির মূল্য নির্ধারিত হয় তার সুরক্ষা কবচের মান অনুযায়ী। নির্দিষ্ট এই গাড়িটিতেই ব্যবহার করা হয় VPAM VR 10, যা অসামরিক যানবাহনের মধ্যে ব্যবহৃত সর্বোচ্চ ব্যালাস্টিক সার্টিফিকেশন। এর অর্থ Mercedes-Benz S680 Guard কেবলমাত্র যে বুলেটপ্রুফ তা নয় বরং এটি ব্লাস্ট প্রুফও বটে।

Mercedes-Benz S680 Guard: সুরক্ষা ব্যবস্থা

এমন ক্ষমতাশালী গাড়ির ডিজাইন কিন্তু আর পাঁচটি সেডান গাড়ির মতোই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এর ফলে সাধারণভাবে এক ঝলকে দেখে এই গাড়ির প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা কম। ডিজাইনের পার্থক্য না থাকলেও সাধারণ যে কোন সেডান গাড়ির তুলনায় ২ টন বেশি ওজন রয়েছে এই গাড়িটির। এর মূল কারণ গাড়িটির নানা ধরনের সেফটি ফিচার এবং সুরক্ষা ব্যবস্থা। বুলেটপ্রুফ এবং ব্লাস্ট প্রুফ কাঠামোর মধ্যেই তৈরি সম্পূর্ণ গাড়িটি। জানালায় ব্যবহার করা হয়েছে ৩.৫ থেকে ৪ ইঞ্চি পুরু বিভিন্ন লেয়ারের গ্লাস। এখানেই শেষ নয়, স্প্লিন্টার এর হাত থেকে বাঁচতে আলাদা করে দেওয়া হয়েছে পলিকার্বনেট লেয়ার। শুনলে অবাক হবেন এর এক একটি দরজার ওজন ২৫০ কেজি।

Mercedes-Benz S680 Guard: আকর্ষণীয় বৈশিষ্ট্য

Mercedes-Benz S680 Guard এর অন্যতম আকর্ষণের জায়গা হল এতে ব্যবহৃত রিইনফোর্সড টায়ার। বিশেষ এই টায়ারের দৌলতে কোনো কারনে লিক হয়ে গেলে বিন্দুমাত্র হাওয়া না থাকা অবস্থায় সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা গতিবেগে এই গাড়িকে চালানো সম্ভব। অন বোর্ড ইন্টারকম এর মাধ্যমে প্রতিমুহূর্তে ড্রাইভার এর সঙ্গে সংযোগ সাধন করা যায় এই গাড়িতে। পিছনের সিটের নিচেই রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র এবং কম্প্রেসড ফ্রেশ এয়ার ট্যাঙ্ক। আচমকা গ্যাস আক্রমণের সময় কাজে আসবে এটি।

Mercedes-Benz S680 Guard: ইঞ্জিন স্পেসিফিকেশন

এই সমস্ত সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি মার্সিডিজ বেঞ্জ এর যেকোনো S Class মডেলের মতোই প্রচুর ধরনের প্রিমিয়াম ফিচার ভরপুর রয়েছে এতে। S680 Guard এর মধ্যে চালিকাশক্তি সরবরাহ করে ৬.০ লিটারের V12 ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৬১২ পিএস এবং ৮৩০ এনএম। প্রথমবারের জন্য মার্সিডিজ এই গার্ড সংস্করণে অলহুইল ড্রাইভ ফিচার যুক্ত করেছে। গাড়িটির মোট ওজন ৪.২ টন।