Motorola Moto G22 Launch Date: মোটোরোলা মোটো জি২২ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে, ফিচার কেমন দেখে নিন

মোটোরোলা মার্চের শুরুতে Moto G22 মডেলের একটি বাজেট স্মার্টফোন ইউরোপের বাজারে নিয়ে এসেছিল। সংস্থা কিছু না বললেও ক’দিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, হ্যান্ডসেটটি চলতি সপ্তাহে ভারতে লঞ্চ করা হবে‌। আজ, জল্পনা সত্যি করে এ দেশে মোটোরোলার অনলাইন রিটেলার ফ্লিপকার্ট জানিয়েছে, Motorola Moto G22 আগামী ৮ এপ্রিল অর্থাৎ এই শুক্রবার ভারতীয় বাজারে পা রাখবে।

ইতিমধ্যেই Motorola Moto G22-এর জন্য ফ্লিপকার্টে একটি টিজার পেজ তৈরি করা হয়েছে। তাতে লঞ্চের সময় সম্পর্কে কিছু উল্লেখ নেই‌। তবে ভারতে মোটোরোলার লঞ্চের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, তাদের প্রতিটি ফোন দুপুর বারোটার দিকে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়েছে‌। Moto G22 হ্যান্ডসেটের ক্ষেত্রেও তার ব্যতীক্রম হবে না বলে আশা করা যায়।

Motorola Moto G22 স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা মোটো জি২২ ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। মোটোরোলা মোটো জি২২-এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল কোয়াড পিক্সেল টেকনোলজি সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মোটোরোলা মোটো জি২২-এ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে মোটোরোলা মোটো জি২২, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে বলে সংস্থা দাবি করেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রান করে। মোটোরোলার প্রতিশ্রুতি, এটি ৩ বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। ডিভাইসটিতে সাউড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান৷ প্রসঙ্গত, Motorola Moto G22-এর ব্যাটারি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও, এর ভারতীয় ভ্যারিয়েন্ট ২০ ওয়াট চার্জারের সাথে আসবে।