বুধবার বড় ধামাকা, বাজার কাঁপাতে আসছে Redmi K70 সিরিজ, একনজরে দেখুন সব ফিচার্স

আগামী সপ্তাহে অন্তত চারটি ব্র্যান্ড চীনে লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। আগামী ৩০ নভেম্বর Meizu 21 সিরিজ লঞ্চ হতে চলেছে। অন্যদিকে, হুয়াওয়ে আগামী ২৮ নভেম্বর Huawei Enjoy 70 সিরিজ ও MatePad Pro 11 (2023) ট্যাবের দাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, Realme GT 5 Pro সামনের সপ্তাহে লঞ্চ হতে পারে, যা Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে৷ আবার আগামী সপ্তাহে ফ্ল্যাগশিপ Redmi K70 সিরিজটির ওপর থেকেও পর্দা সরানো হবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। আর আজ শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, Redmi K70 সিরিজটি আগামী ২৯ নভেম্বর চীনে লঞ্চ করা হবে।

Redmi K70 সিরিজের লঞ্চের দিনক্ষণ ঘোষণা হল

গত বছর ডিসেম্বরে রেডমি তাদের বর্তমান প্রজন্মের কে-সিরিজের অধীনে তিনটি মডেল উন্মোচন করেছিল, এগুলি হল রেডমি কে৬০ই, রেডমি কে৬০ এবং রেডমি কে৬০ প্রো। এই ডিভাইসগুলি যথাক্রমে ডাইমেনসিটি ৮২০০-আল্ট্রা, স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত। তাই আশা করা হচ্ছে যে, রেডমি কে৭০ সিরিজেও তার পূর্বসূরির মতো তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – রেডমি কে৭০ই, রেডমি কে৭০ এবং রেডমি কে৭০ প্রো। এই ফোনগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০-আল্ট্রা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সহ আসবে।

প্রসঙ্গত, K70 এবং K70 Pro ব্যতীত Redmi K70e-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এই ফোনে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সর্বাধিক ১৬ জিবি র‍্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে।

আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে। এতে প্লাস্টিকের ফ্রেম থাকবে বলেও জানা গেছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi K70e-এ শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যদিকে, Redmi K70 এবং K70 Pro-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, উচ্চতর ২কে রেজোলিউশন সাপোর্ট সহ একই আকারের ওলেড (OLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। উভয় মডেলেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের OmniVision ক্যামেরা, একটি মেটালিক ফ্রেম এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। Redmi K70 ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করতে পারে, যেখানে প্রো সংস্করণটি ৫,১২০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। পুরো লাইনআপটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে চলবে।

উল্লেখ্য, Redmi K70 সিরিজটির বিশ্ব বাজারে আসার সম্ভাবনা কম। পরিবর্তে, এই ডিভাইসগুলির মধ্যে কয়েকটিকে গ্লোবাল মার্কেটে Poco F6 সিরিজের মডেল হিসেবে রিব্র্যান্ড করা হতে পারে। সম্ভবত, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে চলা Poco F6 এবং Poco F6 Pro যথাক্রমে Redmi K70e এবং Redmi K70-এর রিব্যাজড সংস্করণ হবে।