E-Sprinto Amery: এক চার্জেই 140 কিমি, নয়া ই-স্কুটার লঞ্চ হল, প্রথম কিনলে বিশেষ অফার

ভারতের ব্যাটারি চালিত যানবাহনের সম্ভাব সময়ের সাথে সাথে কতটা বাড়ছে, তা একের পর এক নতুন মডেল লঞ্চ হওয়া থেকেই স্পষ্ট। একটা সময়ে যেখানে হাতে গোনা কয়েকটি সংস্থার ইলেকট্রিক স্কুটার বিক্রি হতো সেখানে অধুনা বাজার দখল করেছে Ola, Ather এর মতো নামিদামি সংস্থা। এবার হরিয়ানার কোম্পানি e-Sprinto দেশে লঞ্চ করল Amery নামে এক নয়া বৈদ্যুতিক স্কুটার। যার দাম ১.৩০ লাখ টাকা ধার্য করা হয়েছে। এই এক্স শোরুম মূল্য কেবলমাত্র প্রথম ১০০ জন গ্রাহকদের জন্য প্রযোজ্য। তারপর খানিকটা অতিরিক্ত টাকা খরচ করে কিনতে হবে এই ই-স্কুটার।

e-Sprinto Amery কালার স্কিম

শহর এবং শহরতলীর অন্তর্গত ২০-৩৫ বছর বয়সি যুবক-যুবতীদের কথা ভেবেই বৈদ্যুতিক স্কুটারটি তৈরি করেছে ই-স্প্রিন্টো। গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রঙে মিলবে অ্যামেরি মোট তিনটি রঙে কিনতে পাওয়া যাবে এটি – ব্লিশফুল হোয়াইট, ম্যাট স্টার্ডি ব্ল্যাক এবং হাই স্পিরিট ইয়োলো।

e-Sprinto Amery ব্যাটারি ও রেঞ্জ

ই-স্প্রিন্টো অ্যামেরি ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ হল রেঞ্জ। এতে ৬০ ভোল্ট ৫০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করেছে যা, মাত্র ৪ ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে। যা পুরোপুরি চার্জে প্রায় ১৪০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে সক্ষম। অর্থাৎ রাইডিং রেঞ্জের কথা বলতে গেলে Amery কিন্তু Ola S1 Pro এর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে।

e-Sprinto Amery পারফরম্যান্স ও ফিচার

ই-স্প্রিন্টো অ্যামেরিকে এগিয়ে চলার শক্তি সরবরাহ করে ১৫০০ ওয়াটের ব্রাশলেস ডিসি মোটর। মোটরটি থেকে সর্বোচ্চ ২৫০০ ওয়াট পাওয়ার উৎপন্ন হয়। মাত্র ৬ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৬৫ কিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিমি এবং এর ওজন (কার্ব) ৯৮ কেজি। ১২ ডিগ্রি উত্তল রাস্তাতেও সাবলীল ভাবে চলাচল করতে পারে এই নতুন স্কুটারটি। এর সর্বোচ্চ বহন ক্ষমতা ১৫০ কেজি। নির্মাতার দাবি, ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও এই স্কুটারটিকে স্বাচ্ছন্দে ব্যবহার করা যাবে।

উন্নত ব্যাটারি এবং শক্তিশালী বৈদ্যুতিক মোটর ছাড়াও এই নতুন ব্যাটারি চালিত স্কুটারে বেশ কিছু অত্যাধুনিক এবং বাস্তবসম্মত ফিচার উপলব্ধ করা হয়েছে। এদের মধ্যে অন্যতম ডিজিটাল স্ক্রিন, মোবাইল চার্জিং সকেট, ফাইন্ড মাই ভেহিকেল, রিমোট কন্ট্রোল লক এবং অ্যান্টি থেফ্ট অ্যালার্ম। নতুন মডেল লঞ্চ প্রসঙ্গে সংস্থার সহকারি প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর অতুল গুপ্ত বলেন, “আমাদের e-Sprinto পরিবারের নতুন সদস্য Amery কে গ্রাহকদের কাছে নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

তিনি যোগ করেন, শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ভাবে সাজিয়ে তুলতে আমরা যে অঙ্গীকার করেছিলাম Amery তারই ফসল। এর আকর্ষণীয় গতিবেগ, বিশ্বমানের ফিচার এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজাইন সবকিছু মিলিয়ে এক অন্য ধরনের রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন সকলে। Amery কেবলমাত্র আমাদের একটি নতুন ইলেকট্রিক স্কুটার নয় বরং শহরাঞ্চলের যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করবে এটি।