BMW ভারতীয় সংস্থাকে মাল্টি মিলিয়ন ডলারের বরাত দিল, গাড়ির জন্য নেবে বিশেষ পরিষেবা

জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা বিএমডব্লিউ (BMW) গোষ্ঠীর সঙ্গে মাল্টি-মিলিয়ন ডলার চুক্তি করল বেঙ্গালুরুর লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস (LTTS)। ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো বা এলঅ্যান্ডটি (L&T)-এর ইঞ্জিনিয়ারিং শাখাটি বিএমডব্লিউর হাইব্রিড গাড়ির ইনফোটেইনমেন্ট কনসোলে উচ্চমানের প্রকৌশলী পরিষেবা দেওয়ার জন্য পাঁচ বছরের বরাত পেয়েছে।

লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস জানিয়েছে, পরিবহণ প্রযুক্তিতে গভীর দক্ষতা এবং প্রকোশলী ক্ষেত্রে নেতৃত্ব দানের প্রমাণিত ক্ষমতা তাদের ওই বড় অঙ্কের বরাত পাইয়ে দিয়েছে। এলটিটিএসের ইঞ্জিনিয়ারিং টিম বহুজাতিক গাড়ি নির্মাতাটির হাইব্রিড ভেহিকেলের সফটওয়্যার বিল্ড এবং ইন্টিগ্রেশন, ইনফোটেইমেন্ট ভ্যালিডেশন, এবং ত্রুটি ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিষেবা প্রদান করবে।

প্রসঙ্গত, গত জুনে কেলারা ভিত্তিক আরেক ভারতীয় সংস্থা অ্যাকসিয়া টেকনোলজিস গার্মিনের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোভাইডার হিসাবে নির্বাচিত হয়েছে। যারা বিএমডব্লিউর ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য জিপিএস-এনাবেল্ড প্রোডাক্ট সরবরাহ করে। ইতিমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের জন্য ইনফোটেইনমেন্ট এবং কানেক্টেড কার প্রোডাকশন প্রোগ্রাম ডেভেলপমেন্টে অ্যাকসিয়ার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

এদিকে বিএমডব্লিউ চলতি বছরের প্রথমার্ধে ভারতে তাদের ইতিহাসে সর্বাধিক গাড়ি বিক্রি করেছে। তারা এখানে চারটি আলাদা শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে – বিএমডব্লিউ, মিনি, রোলস রয়েস এবং বিএমডব্লিউ মোটোরাড। চতুর্থটি শুধু দু’চাকা গাড়ি বিক্রি করে। ২০২২-এর প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) এদেশে ৫,৫৭০টি গাড়ি ও ৩,১১৪টি মোটরসাইকেল বিক্রি করেছে তারা।