Maruti Suzuki-র উপর ভারতীয়দের ভরসা অটুট, বেস্ট সেলিং গাড়ির লিস্টে তাদেরই জয়জয়কার

নতুন মাস অর্থাৎ আগস্ট শুরু হতেই সামনে এল গত মাসে ভারতে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকা। প্রতি বারের মতো এবারও তালিকাটি সকলের চেনা। বরাবরের ন্যায় জুলাইতেও সর্বাধিক মডেলের তকমা ধরে রেখেছে Maruti Suzuki WagonR। তালিকায় মারুতি সুজুকি (Maruti Suzuki)-র গাড়ির রমরমা।প্রথম পাঁচে টাটা (Tata)-র একটি মাত্র গাড়ি। দেশের সর্বাধিক পাঁচটি গাড়ির মধ্যে প্রথম তিনে বিচরণ করছে মারুতির মডেল। আবার পাঁচ ও ছয় নম্বরেও মারুতির আনাগোনা। এদিকে বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা Hyundai-এর একটিও মডেল প্রথম ছয়ে জায়গা করতে পারেনি। জুলাইয়ে বেস্ট সেলিং ছয় গাড়ির ব্যাপারে সবিস্তারে জেনে নেওয়া যাক তাহলে।

Maruti Suzuki WagonR

প্রতিবারের ন্যায় জুলাইতেও দেশের জনপ্রিয়তম গাড়ির শিরোপা হস্তগত রেখেছে Maruti Suzuki WagonR। গত মাসে মোট ২২,৫৮৮টি বিক্রির মধ্য দিয়ে তালিকার প্রথম স্থানটি দখল করেছে গাড়িটি। তুলনাস্বরূপ গত বছরের ওই সময়ে এর বেচাকেনা হয়েছিল ২২,৮৩৬টি। ফলে এবারে WagonR-এর বিক্রি মাত্র ১% কমেছে। জুনে মাসে ১৯,১৯০ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছিল গাড়িটি।

Maruti Suzuki Baleno

জুলাইয়ে বিক্রি বাড়িয়ে হ্যাচব্যাক মডেলটি তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে। গত মাসে Maruti Suzuki Baleno-র ১৭,৯৬০ ইউনিট বিক্রির খবর সামনে এপেছে। চলতি বছরের জানুয়ারিতে গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ করেছিল মারুতি। জুনে ১৬,১০৩ ক্রেতা বাড়ি নিয়ে এসেছিলেন। গত বছর জুলাইয়ে Baleno-র বিক্রি হয়েছিল ১৪,৭২৯ ইউনিট। ফলে এবারে গাড়িটির ২১.৯৪% বিক্রিতে অগ্রগতি ঘটেছে।

Maruti Suzuki Swift

Maruti Suzuki Swift বরাবরই বিক্রির নিরিখে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার প্রথম পাঁচে দেখা যায়। গত মাসে প্রিমিয়াম হ্যাচব্যাকের মোট ১৭,৫৩৯টি মডেল সংস্থার শোরুম থেকে বেরিয়ে নতুন ঠিকানা পেয়েছে। আবার ২০২১-এর জুলাইয়ে মোট ১৮,৪৩৪ ইউনিট বিক্রি হয়েছিল। জুনে Swift-এর ১৬,২১৩টি মডেল বিক্রি করেছিল সংস্থা।

Tata Nexon

প্রতিবারের মতো এবারও তালিকার চার নম্বর জায়গাটি পাকাপাকি রয়েছে বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি মডেল Tata Nexon-এর জন্য। এটি পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিক ভার্সনে বেছে নেওয়া যায়। গত মাসে মোট ১৪,২১৪টি Nexon নতুন গ্রাহকের হাতে তুলে দিয়েছে Tata। তুলনামূলক গত বছর ওই সময়ে গাড়িটির ১০,২৮৭ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে এবারে ৩৮.১৭% বিক্রিতে উত্থান ঘটেছে।

Maruti Suzuki Dzire

বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত সেডান মডেল Maruti Dzire। গত মাসে গাড়িটি ১৩,৭৪৭ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর জুলাইয়ে Dzire-এর বেচাকেনার পরিমাণ ছিল ১০,৪৭০। ফলে তুলনামূলক এবারে ৩১.৩০% বিক্রি বৃদ্ধি পেয়েছে।

Maruti Suzuki Eeco

গত মাসে Maruti Suzuki Eeco-র ১৩,০৪৮ ইউনিট বিক্রি হয়েয়েছে। তুলনাস্বরূপ গত বছর ওই সময়ে ১০,০৫৭ ইউনিট Eeco বেচতে পেরেছিল মারুতি। ফলে এবারে ২৯.৭৪% বিক্রি বৃদ্ধি ঘটেছে গাড়িটির। বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত মোটরভ্যান এটি।