3 মাসের রিচার্জ সেগমেন্টে ফের কিস্তিমাত Jio-র! কম টাকায় দিচ্ছে আনলিমিটেড ডেটা-কল ও আরও বহু কিছু

5G নেটওয়ার্ক ভারতের অধিকাংশ জায়গাতে উপলব্ধ হলেও, এখনও প্রচুর মানুষ এর বদলে পুরোনো 4G পরিষেবাতেই কাজ চালাচ্ছেন। এর ফলে দেশীয় টেলিকম সংস্থাগুলিও মোবাইল ইউজারদের জন্য আগের মতোই বিভিন্ন দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে, যেগুলিতে একইসাথে 5G অ্যাক্সেসের সুবিধাও উপলব্ধ। সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে আপনি যদি রিচার্জের জন্য একটু দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজেন, তাও আবার সাশ্রয়ী মূল্যে, তাহলে ৮৪ দিনের ভ্যালিডিটিযুক্ত প্ল্যানগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে, সে আপনার Reliance Jio, Airtel বা Vodafone-Idea (Vi) যে কোম্পানিরই সিম থাক না কেন! আজকের প্রতিবেদনে আমরা তিনটি কোম্পানির এমনই কয়েকটি প্ল্যানের কথা বলব, যাদের দামের কিছুটা রকমফের থাকলেও (Airtel এবং Vi-এর প্ল্যানের দাম একই, কিন্তু Jio-র খরচ উভয়ের থেকে কিছুটা কম) বেনিফিট মূলত একইরকম৷ এগুলিতে যাবতীয় সাধারণ সুবিধার পাশাপাশি Disney+Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশনও মিলবে। আসুন, তিনটি কোম্পানির সেরা রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

লম্বা সময় ধরে পাবেন দেদার সুবিধা, দেখে নিন Jio, Airtel ও Vi-এর সেরা প্ল্যান

Jio-র ৮০৮ টাকার প্ল্যান: আজ আমরা যে রিচার্জ প্ল্যানগুলির কথা বলছি, সেগুলি হাজার টাকার কমে উপলব্ধ। এর মধ্যে জিওর ৮৪ দিনের প্ল্যানের দাম আবার অন্য দুটি কোম্পানির থেকে কম। সুবিধা বলতে, রিলায়েন্স জিওর ৮০৮ টাকার প্ল্যানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি করে এসএমএস রোজ এবং আনলিমিটেড কলের বেনিফিট পাবেন। এর সাথে থাকবে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধাও। এছাড়া প্ল্যানটিতে কোম্পানি তিন মাসের জন্য ডিজনি+হটস্টার মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন এবং কম্প্লিমেন্টরি জিও অ্যাপ (Jio TV, Jio Cinema এবং JioCloud)-এর অ্যাক্সেস দেবে।

Airtel-এর ৮৩৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে আসে এবং প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কলের সাথে আনলিমিটেড ৫জি ডেটা অফার করে। অন্যদিকে এতে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে (Airtel Xstream Play) সাবস্ক্রিপশনসহ ১৫টিরও বেশি ওটিটি (OTT) অ্যাপ ও উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর অ্যাক্সেস পাওয়া যায়।

Vodafone-Idea-র ৮৩৯ টাকার প্ল্যান: এর দাম এবং অন্যান্য যাবতীয় বেসিক বেনিফিট এয়ারটেল প্ল্যানটির মতোই। তবে এতে বিঞ্জ অল নাইট সুবিধাও আছে যার কারণে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এক্ষেত্রে এটি তিন মাসের জন্য ডিজনি+হটস্টার মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন এবং ভিআই মুভিজ অ্যান্ড টিভি (Vi Movies & TV) অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও অফার করবে।