ক্যামেরা মাথা ঘুরিয়ে দেবে, দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে Vivo V29e, আর কী কী চমক থাকবে

ভিভো আগামী ২৮ অগাস্ট ভারতে তাদের লেটেস্ট V-সিরিজের অধীনে Vivo V29e স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্ম, ফ্লিপকার্ট (Flipkart) এবং ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ আসন্ন ফোনটির ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই এর ডিজাইন এবং কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে৷ আর এখন একটি নতুন রিপোর্ট থেকে Vivo V29e-এর বিষয়ে আরও কিছু নতুন বিবরণ সামনে এনেছে। চলুন তাহলে আসন্ন লঞ্চের আগে হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Vivo V29e-এর স্পেসিফিকেশন

দ্য টেক আউটলুক-এর নতুন রিপোর্ট অনুসারে, ভিভো ভি২৯ই-তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ৩৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ৯৩.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। উল্লেখযোগ্যভাবে, ফোনটি ৭.৫৭ মিলিমিটার স্লিম এবং ওজন ১০৮.৫ গ্রাম হবে। ভিভো দাবি করেছে যে, এটি তার সেগমেন্টে সবচেয়ে স্লিম কার্ভড-এজ ডিসপ্লে যুক্ত ফোন হবে।

উন্নত পারফরম্যান্সের জন্য ভিভো ভি২৯ই-তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটটি ব্যবহৃত হবে। ফোনটি দুটি বিকল্পে আসবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। তবে, ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামও অফার করবে বলে জানা গেছে।

এছাড়া, Vivo V29e-এর ক্যামেরা বিভাগটি হবে অন্যতম আকর্ষণ। ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত থাকবে। ফোনটি চিত্তাকর্ষক নাইট পোর্ট্রেট শট প্রদান করবে এবং এতে নতুন ইন্ডিয়া-এক্সক্লুসিভ ম্যারেজ-স্টাইল পোর্ট্রেট ফটোগ্রাফি ফিচারও থাকবে। আর ফোনের সামনে একটি আই-অটোফোকাস-এনেবল ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29e-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

ভারতে Vivo V29e-এর দাম ও লভ্যতা

ভিভো নিশ্চিত করেছে যে, Vivo V29e-এর দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে। এটি আর্টিস্টিক ব্লু এবং আর্টিস্টিক রেড (কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল সহ)-এর মতো আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে।