Year-End Offer: বছরের শেষ অফার, Maruti Suzuki-র গাড়ি 50 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনুন

মারুতি সুজুকি (Maruti Suzuki) দেশের বৃহত্তম গাড়ি সংস্থা। বাজেট অনুযায়ী বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে সংস্থাটির কাছে। ভারতে প্রতি মাসেই সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে তারা। বছরের শেষলগ্নেও বিক্রির ছন্দ বজায় রাখতে এবার ভারী ডিসকাউন্ট দিতে শুরু করেছে মারুতি সুজুকি৷ সংস্থার তরফে সরাসরি ঘোষণা না এলেও তাদের ডিলারশিপ থেকে অফারের বিষয়টি নিশ্চিত করেছে। এই প্রতিবেদনে মারুতি সুজুকি এরিনার ৭টি সেরা গাড়ির অফার সম্পর্কে আলোচনা করা হল।

Maruti Suzuki Alto 800

এটি সংস্থার সবচেয়ে কম দামি গাড়ি হিসেবে প্রথম থেকেই বেশ জনপ্রিয়। এর উপরে ৩০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২,৫০০ টাকার কর্পোরেট বেনিফিট দেওয়া হচ্ছে।

Maruti Suzuki S-Presso

এই মাসে সর্বাধিক ৩৩,০০০ টাকার ডিসকাউন্টে গাড়িটি কেনা যাবে। যার মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Maruti Suzuki Eeco

মারুতি সুজুকি ইকো হল বর্তমানে সংস্থার একমাত্র ভ্যান গাড়ি। এর উপর ২৮,০০০ টাকার বেনিফিট পাওয়া যাবে৷ যার মধ্যে ক্যাশ বেনিফিট বাবদ ১৫,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ ১০,০০০ টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট বাবদ ৩,০০০ টাকা।

Maruti Suzuki WagonR

ওয়াগনআর হচ্ছে জাপানি সংস্থাটির সবচেয়ে বেশি বিক্রিত গাড়িগুলির মধ্যে অন্যতম। বর্তমানে এটি কিনলে পেয়ে যাবেন সর্বাধিক ৩৩,০০০ টাকার ডিসকাউন্ট। এর মধ্যে রয়েছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ২০,০০০ টাকার ক্যাশ বেনিফিট এবং ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Maruti Suzuki Celerio

সম্প্রতি এর নতুন ভার্সনটি ভারতে লঞ্চ করেছে মারুতি সুজুকি। ইতিমধ্যেই সেরা মাইলেজের গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে সেলেরিও। এটি কিনতে গেলে পেয়ে যাবেন সর্বাধিক ৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট এবং ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।

Maruti Suzuki Swift

এটি বলার অপেক্ষা রাখে না যে, মারুতি সুজুকি সুইফ্ট হচ্ছে ভারতীয় গাড়ি প্রেমীদের একটি অন্যতম পছন্দ। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, যে কারণে এর গতিবেগও বেশি। বর্তমানে এটি ২০,০০০ টাকার বেনিফিটে কেনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

Maruti Suzuki Dzire

সুইফ্ট-এর উপর ভিত্তি করে তৈরি সংস্থার সেডান গাড়ি ডিজায়ার। এতে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ বেনিফিট, ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট বেনিফিটের সঙ্গে উপলব্ধ।