বাগ দূর করার জন্য OnePlus এর এই স্মার্টফোনে বড় আপডেট এল, ফেব্রুয়ারির সিকিউরিটি প্যাচও রয়েছে

ভারতে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোন হল OnePlus 9RT। এটি ভারতে লঞ্চ হয়েছে গত জানুয়ারিতে। এ দেশে আনুষ্ঠানিক ভাবে মুক্তির দেড় মাসের মাথায় হ্যান্ডসেটিটের জন্য OxygenOS 11_A.05 আপডেট রোলআউট করেছে ওয়ানপ্লাস। ইউজারদের অভিযোগ ছিল, গ্যালারি থেকে কিছু শেয়ার করার সময় অ্যাপ ফ্রিজ হয়ে যাচ্ছে। ওয়ানপ্লাস দাবি করেছে, নতুন আপডেট সে সমস্য চিরতরে দূর করবে।

সংস্থার অফিসিয়াল কমিউনিটি পোস্ট অনুযায়ী, OnePlus 9RT-এর জন্য আপডেটটি MT2111_11_A.05 মডেল নম্বরের সাথে এসেছে। ডাউনলোড করতে ১৭৯ এমবি ডেটা খরচ হবে। আপডেটের চেঞ্জলগ প্রচুর৷ তার মধ্যে নীচে হাইলাইটগুলি দেওয়া হল।

OnePlus 9RT-তে OxygenOS 11_A.05 কী কী পরিবর্তন আনছে (হাইলাইট)

সিস্টেম

  • ডেটা সেভিংয়ের বাটন কালার অপ্টিমাইজ করা।
  • প্রথমবার ফাইল ম্যানেজার অ্যাক্সেস করার সময় পারমিশন বক্সের অস্বাভাবিক প্রদর্শনের সমস্যা ফিক্স।
  • ওয়ার্ল্ড ক্লক পেজে ডার্ক মোড অন করার পর ক্লক রেসপন্স না করার ত্রুটির সমাধান।
  • উন্নত সিস্টেম স্টেবিলিটি ।

ক্যামেরা

  • অন্ধকার দৃশ্যে আল্ট্রা ওয়াইডে ৬০এফপিএসে ভিডিয়ো রেকর্ডের সময় ভিডিয়োর কোয়ালিটি অপ্টিমাইজ করা।

এছাড়া ব্লুটুথ, গ্যালারি, এবং অন্যান্য কয়েকটি মুখ্য ও গৌণ সমস্যার সমাধানও নিয়ে এসেছে নতুন আপডেটটি। উল্লেখ্য, বর্তমানে OnePlus 9RT মডেলে গত বছরের অ্যান্ড্রয়েড (11) ভার্সন প্রি-ইনস্টলড আছে। তবে ওয়ানপ্লাস নিশ্চিত করেছে, এটি মার্চ-এপ্রিলের মধ্যে Android 12-এ আপডেট করা হবে।