PM Modi Twitter: হ্যাকারদের কবলে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট, বিটকয়েন কে ভারতে বৈধ বলে টুইট করল হ্যাকাররা

রবিবার এক টুইটবার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলটি হ্যাকারদের কবলে পড়েছিল (very briefly compromised)। এর কিছুপর পিএমও ইন্ডিয়ার টুইটে বলা হয়, বিষয়টি টুইটার কে জানানো হয়েছে এবং এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল @narendramodi সম্পূর্ণ ভাবে সুরক্ষিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) তাদের টুইটে লিখেছে, “প্রধানমন্ত্রীর @narendramodi টুইটার হ্যান্ডেলটি খুব সংক্ষিপ্তভাবে আপোস (পড়ুন হ্যাক) করা হয়েছিল। বিষয়টি টুইটার কে জানানো হয়েছে এবং অ্যাকাউন্টটি অবিলম্বে সুরক্ষিত করা হয়েছে। ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে যে টুইট করা হয়েছে সেগুলি উপেক্ষা করুন”।

যদিও ৭ কোটি ৩০ লক্ষেরও বেশি ফলোয়ার থাকা মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল কতক্ষনের জন্য হ্যাক হয়েছিল তা জানা যায়নি। তবে যে যে ম্যালিসিয়াস টুইট করা হয়েছিল, সেগুলি ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে।

এরমধ্যে একটি টুইটে দাবি করা হয়েছিল, “ভারত সরকারিভাবে বিটকয়েনকে আইনি ছাড়পত্র দেওয়া হচ্ছে। সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটিসি কিনেছে এবং দেশের সকল অধিবাসীদের মধ্যে বিতরণ করছে”।

প্রধানমন্ত্রী মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর, #Hacked ভারতে ট্রেন্ডিং করতে শুরু করে। ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি, শ্রীনিবাস বিভি টুইট করেন, “গুড মর্নিং মোদীজি, সব চাঙ্গা সি?”।