ভারতে বিক্রি করা ফোন এবার অন্যান্য দেশে লঞ্চ করার তোড়জোড় শুরু করল Oppo

ওপ্পো (Oppo) তাদের A-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে বলে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলেছে। এতদিন ফোনটির নাম প্রকাশ্যে না এলেও, শীঘ্রই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছিল। তবে এবার থাইল্যান্ডের এনবিটিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে , বহু প্রতীক্ষিত এই স্মার্টফোনটি Oppo A78 5G নামে বাজারে পা রাখবে। নাম ছাড়াও, এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Oppo A78 5G শীঘ্রই বাজারে আসতে চলেছে

CPH2565 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও, ডিভাইসটিকে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। এমনকি, এটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ডাটাবেসেও উপস্থিত হয়েছে। যা স্মার্টফোনটির অফিশিয়াল নাম ওপ্পো এ৭৮ ৫জি বলে প্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, একই নামে আরেকটি হ্যান্ডসেট এ বছরের শুরুতে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল।

প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আশা করা যায় ডিভাইসটি শীঘ্রই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হবে। ওপ্পো এ৭৮ ৫জি গতবছর জুন মাসে লঞ্চ হওয়া ওপ্পো এ৭৭ ৫জি-এর উত্তরসূরি হিসাবে আসতে চলেছে। উল্লেখ্য, এ৭৭ ৫জি মডেলটিকে ভারতের বাজারে ওপ্পো কে১০ ৫জি নামে লঞ্চ করা হয়েছিল। তাই বিভিন্ন দেশে ওপ্পো এ৭৮ ৫জি মডেলটির কে-সিরিজের ফোন হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

তবে, লিস্টিংগুলি থেকে CPH2565 মডেল নম্বর এবং Oppo A78 5G নামটি ছাড়া, আর কোনও তথ্য জানা যায়নি। অর্থাৎ, এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশন, মূল্য এবং ডিজাইন সম্পর্কে এখনও কোন বিস্তারিত বিবরণ সামনে আসেনি। তবে যেহেতু A78 5G একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।