সস্তায় বাজারে এন্ট্রি নিচ্ছে Realme C65 5G, 8 জিবি র‌্যাম সহ থাকবে 128 জিবি স্টোরেজ

রিয়েলমি ডিসেম্বরের শুরুতে 'RMX3782 IN YS' মডেল নম্বরসহ রিয়েলমি সি৬৫ ৫জি বাজারে আনতে পারে।

Realme ভারতীয় ব্যবহারকারীদের জন্য সি-সিরিজের প্রথম 5G স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করছে। এই ফোনের নাম রাখা হবে Realme C65 5G, আর এটি সাশ্রয়ী মূল্যে আসবে। রিপোর্টে বলা হয়েছে, ডিভাইসটি তিনটি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আসুন Realme C65 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
 
Realme C65 5G লঞ্চের সময় ও ভারতে দাম

৯১মোবাইলস এর একটি রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি ডিসেম্বরের শুরুতে ‘RMX3782 IN YS’ মডেল নম্বরসহ রিয়েলমি সি৬৫ ৫জি বাজারে আনতে পারে। সংস্থাটি ইতিমধ্যেই এই ডিভাইসের উপর কাজ শুরু করেছে।

আর এই ৫জি ফোনটি বাজেট রেঞ্জে আসতে পারে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি সি৬৫ ৫জি এর দাম ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

রিয়েলমি সি৬৫ ৫জি এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন

রিপোর্টে বলা হয়েছে, Realme C65 5G তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ৪ জিবি র‌্যাম, ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম। আবার এটি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এছাড়া ফোনটি দুটি কালার অপশনে লঞ্চ হবে- গ্রীন ও পার্পল। এই মুহূর্তে Realme C65 5G-র অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।