নামী সংস্থার বৈদ্যুতিক স্কুটারের চাহিদা তুঙ্গে, নতুন শোরুমের উদ্বোধন করল Ather Energy, ইন্টেরিয়র চমকানোর মতো

ইলেকট্রিক স্কুটারের চাহিদা দেশজুড়ে ঊর্দ্ধমুখী। অনামী সংস্থার ই-স্কুটারে অগ্নিকান্ডের আশঙ্কায় প্রতিষ্ঠিত সংস্থাকে বেছে নিচ্ছে ক্রেতারা। তাই এবার দেশের অন্যতম সেরা দু’চাকা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এথার এনার্জি (Ather Energy) তাদের নতুন রিটেল আউটলেট খুলল মহারাষ্ট্রের থানেতে‌। এথার তাদের এই শোরুমটি Jakhete গোষ্ঠীর সাথে যৌথ উদ্যোগে খুলেছে।

এথারের নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের অন্দরমহল চোখ ধাঁধানো। বৈদ্যুতিক যানবাহন সম্পর্কে সচেতনতার পাঠ এবং সমস্ত তথ্য সরবরাহের লক্ষ্য নিয়ে সেটি ডিজাইন করা হয়েছে। সার্ভিস এবং সবরকম সাপোর্ট সরবরাহ করা হবে সেখানে। এথারের 450X ও 450 Plus ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড, বুকিং, এবং পারচেজ করতে পারবেন গ্রাহকরা।

এদিকে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা তুঙ্গে থাকায় এথার ভারতে তাদের তৃতীয় উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। যা তাদের বৃহত্তম কারখানা হতে চলেছে। নতুন কারখানার জন্য প্রয়োজন ১০০ একর জমি। সেখানে বছরে ১৫ লক্ষ ব্যাটারি চালিত স্কুটার তৈরির লক্ষ্য সংস্থার।

প্রসঙ্গত, বর্তমানে এথারের দু’টি স্কুটার তামিলনাড়ুর হোসুরের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে তৈরি হয়, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার। সম্প্রতি লগ্নিকারীদের থেকে ৯৯১ কোটি টাকা পুঁজি সংগ্রহ করতে পেরেছে এথার এনার্জি। টাকা ঢেলেছে ভারত সরকারের ন্যাশনাল ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের (এনআইএফএল) অর্ন্তগত স্ট্রাটেজিক অপারচুনিটিস ফান্ড (এসওএফ), হিরো মটোকর্প-সহ আরও কিছু বড় বিনিয়োগকারী।