Xiaomi Pad 5 Pro 12.4-inch বাজারে আসছে 11 আগস্ট, Snapdragon 870 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

Xiaomi তাদের একটি নতুন ট্যাবলেটের উপর কাজ করছে, যার মডেল নম্বর হল 22081281AC। এটি Redmi Pad 5G নামে বাজারে আসবে বলে শোনা যাচ্ছিল। তবে এখন জানা গেছে, ট্যাবলেটটি Xiaomi Pad 5 Pro 12.4-inch নামে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই ট্যাবলেটটি 3C ও CMIIT সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এখন আবার Xiaomi Pad 5 Pro 12.4-inch বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench-এ অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে এর চিপসেট, র‌্যাম, অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Xiaomi Pad 5 Pro 12.4-inch 22081281AC কে দেখা গেল Geekbench-এ

গিকবেঞ্চের লিস্টিং থেকে সামনে এসেছে যে, Xiaomi 22081281AC অক্টা কোর প্রসেসর সহ আসবে, যার একটি প্রাইম কোরের ক্লক স্পিড থাকবে ৩.১৯ গিগাহার্টজ। আর তিনটি কোর ২.৪২ গিগাহার্টজ এবং চারটি কোর ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে।

আবার শাওমি প্যাড ৫ প্রো ১২.৪ ইঞ্চি মডেলে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হবে অ্যাড্রেনো ৬৫০ জিপিইউ। কোরের ক্লক স্পিড ও জিপিইউ ভার্সন দেখে বলা যায় যে ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ আসবে।

এছাড়া ট্যাবলেটটি ৮ জিবি র‌্যাম সহ এখানে অন্তর্ভুক্ত হয়েছে। তবে লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আবার এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে কাজ করবে। গিকবেঞ্চে Xiaomi Pad 5 Pro 12.4-inch (22081281AC) সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৮৮৬ ও ৩১১৭ স্কোর করেছে। আগামী ১১ আগস্ট ট্যাবটি চীনে লঞ্চ হতে পারে।