Bajaj এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের নাম হতে পারে Freerider

Chetak ইলেকট্রিক স্কুটারের পর Bajaj কি এবার ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে? সেই ইঙ্গিত কিন্তু Bajaj-এর ট্রেডমার্ক দায়ের করার মধ্যেই পাওয়া গেল অনলাইন রিপোর্ট অনুযায়ী, মার্চে ‘Freerider’ নামের সত্বের জন্য সংস্থাটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করেছিল। যেহেতু Bajaj-এর সহযোগী সংস্থা KTM ইতিমধ্যেই Freeride X-EC বলে হালকা ওজনের এক ইলেকট্রিক বাইক বাজারে এনেছে৷ তাই নামের সাদৃশ্য থাকায় জল্পনার মাত্রা বেড়েছে।

এদিকে বাজাজ এবং কেটিএম অনেকদিন ধরেই নতুন ইলেকট্রিক টু-হুইলার প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছে। যার ওপর ভিত্তি করে দু’সংস্থার বিদ্যুত চালিত মোটরসাইকেল বা স্কুটার ভবিষ্যতে বাজারে আসবে৷ বাজাজ ফ্রিরাইডার এই প্ল্যাটফর্মের অধীনেই আসতে পারে বলেই আমরা অনুমান করছি।

প্রসঙ্গত, KTM সম্প্রতি Husqvarna E-Pilen ইলেকট্রিক মোটরসাইকেলের কনসেপ্ট মডেলের টিজার প্রকাশ করেছিল। E-Pilen এর মতো Bajaj Feerider এও একইরকম ইলেকট্রিক মোটর,রাইডিং রেঞ্জ, ফ্রেম, সাসপেনশন, এবং ব্রেকিং সিস্টেম থাকতে পারে।

ঘটনাচক্রে, ফ্রিরাইড এক্স-সি বলে কেটিএম যে ইলেকট্রিক বাইক লঞ্চ করেছিল, তা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা মাথায় রেখেই ডিজাইন করা। বাজাজ ফ্রিরাইডার-এর ক্ষেত্রে সেরকম কিছু দেখার সম্ভাবনা খুব কম। ভারতের মতো দেশে রোড-গোয়িং ভার্সনের আগে অ্যাডভেঞ্চার ভার্সন আনার তত্ব খাটে না।

ফ্রিরাইডার নাম ট্রেডমার্ক করার পশ্চাতে ঠিক কী উদ্দেশ্য রয়েছে, তার রহস্যভেদ একমাত্র বাজাজের তরফ থেকে আসা কোনও অফিসিয়াল বিবৃতিই করতে পারবে। ততদিন পর্যন্ত নয় অপেক্ষা করা যাক!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন