শেষ হচ্ছে Jio, Airtel এর 5G রাজত্ব, শীঘ্রই কড়া প্রতিদ্বন্দ্বিতা দিতে চলেছে Vodafone Idea

মুম্বাই এবং পুনের কিছু বাসিন্দা X প্ল্যাটফর্মের মাধ্যমে হালফিলে নিশ্চিত করেছেন যে তারা নিজেদের শহরে ভোডাফোন আইডিয়ার ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে সক্ষম হয়েছেন।

গতবছর অক্টোবরে দেশে 5G পরিষেবা চালু করে Jio ও Airtel। যদিও এখনও ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vodafone Idea (Vi) এখনও পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। তবে আজ সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এদেশে বাণিজ্যিক ভাবে তারা 5G পরিষেবা চালু করবে। আর এই উদ্দেশ্যে সংস্থাটি বর্তমানে – মুম্বাই, পুনে এবং দিল্লির মতো মেট্রোপলিটন শহরে 5G নেটওয়ার্কের ট্রায়াল শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত, হালফিলে ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ (TRAI) বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ‘৫জি ইকোসিস্টেমের মাধ্যমে ডিজিটাল রূপান্তর’ (Digital Transformation through 5G Ecosystem) প্রতিবেদনের প্রতিক্রিয়াস্বরূপ ভোডাফোন আইডিয়া 2G / 3G পরিষেবা বন্ধ করে নাগরিকদের 4G এবং 5G নেটওয়ার্কে নিয়ে যাওয়ার পদক্ষেপ সমর্থন করেছিল। এখন জানা গেছে, উক্ত টেলিকম অপারেটরটি 3G পরিষেবা চিরতরে বন্ধ করার এবং 4G কভারেজ উন্নত করতে 3G ব্যান্ডউইথ ব্যবহার করার পরিকল্পনায় আছে।

ভোডাফোন আইডিয়ার প্রধান নির্বাহী অক্ষয় মুন্দ্রা (Akshaya Moondra) জানিয়েছেন, সংস্থাটি এখন সর্বজনীনভাবে ৫জি পরিষেবা রোলআউট করার আগে মনিটাইজেশনের বিষয়ে স্পষ্টতা খুঁজছে। একই সাথে, ৫জি পরিকাঠামো গড়ে তোলার জন্য – vRAN এবং ORAN -এর মতো নতুন প্রযুক্তি গ্রহণ করতে অংশীদারদের সাথে কাজ করার কথাও নিশ্চিত করেছে সংস্থার কর্মকর্তা।

Vodafone Idea বর্তমানে দেশের একমাত্র লোকসানে থাকা বেসরকারি টেলিকম অপারেটর, যা কিনা সংস্থাটির জন্য যথেষ্টই উদ্বেগের কারণ। একই সাথে কেন্দ্রীয় সরকার এবং ইন্ডাস টাওয়ার (Indus Towers) -এর মতো ভেন্ডারের বকেয়া পাওনা পরিশোধ করার দায়ভারও সংস্থাটির ঘাড়ে চেপে আছে। যেকারণে Vodafone Idea এদেশে 5G পরিষেবা রোলআউট করে নিজেদের আর্থিক অবস্থা উন্নত ও গ্রাহক বাড়ানোর চেষ্টা করছে বলেই মনে হচ্ছে।

আশা করা হচ্ছে যে, ২০২৪ সালের মধ্যে Vodafone Idea ভারতে 5G পরিষেবা চালু করতে পারবে৷ এক্ষেত্রে সংস্থাটির কাছে মোট ১৭টি সার্কেলের ৫জি স্পেকট্রাম মজুত আছে। এই তালিকায় সামিল রয়েছে – অন্ধ্র প্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, কলকাতা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ (পূর্ব), উত্তর প্রদেশ (পশ্চিম), পশ্চিমবঙ্গ।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বাই এবং পুনের কিছু বাসিন্দা X প্ল্যাটফর্মের মাধ্যমে হালফিলে নিশ্চিত করেছেন যে তারা নিজেদের শহরে ভোডাফোন আইডিয়ার ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে সক্ষম হয়েছেন।