Anker 737 PowerCore 24K power bank: একসঙ্গে চার্জ হবে স্মার্টফোন থেকে ল্যাপটপ, নয়া পাওয়ার ব্যাঙ্ক বাজারে এল

Anker সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সহ নির্বাচিত কয়েকটি দেশের বাজারের জন্য একটি নতুন পাওয়ার ব্যাংক ঘোষণা করলো। নবাগত Anker 737 PowerCore 24K পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি ২৪,০০০ এমএএইচ। সংস্থার বিবৃতি অনুসারে, তাদের প্রোডাক্ট রেঞ্জের মধ্যে সর্বাধিক উন্নত এই নয়া চার্জিং ডিভাইসটি। এক্ষেত্রে, এতে ১৪০ ওয়াট পর্যন্ত বাই-ডিরেকশনাল বা দ্বি-নির্দেশিক চার্জিং পোর্ট রয়েছে, যা স্মার্টফোন সহ অত্যাধুনিক ল্যাপটপকেও স্বল্প সময়ের মধ্যে চার্জ করতে সক্ষম। এর জন্য এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্ট বিদ্যমান। তবে সবথেকে মজার বিষয় হল, উক্ত ডিভাইসে একটি ক্ষুদ্রাকৃতির কালার ডিসপ্লে প্যানেল রয়েছে, যা সংযুক্ত ডিভাইসের চার্জিং ক্যাপাসিটি এবং কতটা চার্জ হয়েছে সেই সংক্রান্ত দরকারী পরিসংখ্যান দেখাবে। চলুন Anker 737 PowerCore 24K পাওয়ার ব্যাংকের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

অ্যাঙ্কার ৭৩৭ পাওয়ারকোর ২৪কে পাওয়ার ব্যাংকের দাম (Anker 737 PowerCore 24K power bank price)

অ্যাঙ্কার ৭৩৭ পাওয়ারকোর ২৪কে পাওয়ার ব্যাংকের দাম ১৪৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১২,০০০ টাকা) ধার্য করা হয়েছে। এটি বর্তমানে অ্যাঙ্কারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ নির্বাচিত কিছু আঞ্চলিক বাজারেই শুধুমাত্র উপলব্ধ। এই পাওয়ার ব্যাঙ্ককে আপাততভাবে ব্ল্যাক কালার সহ বিক্রি করা হচ্ছে। তবে পরবর্তী সময়ে হয়তো ডিভাইসটির আরো কয়েকটি কালার ভ্যারিয়েন্ট নিয়ে আসা হতে পারে।

যদিও ভারতে অ্যাঙ্কার ৭৩৭ পাওয়ারকোর ২৪কে পাওয়ার ব্যাংকটি কবে নাগাদ লঞ্চ হবে কিংবা আদৌ হবে কিনা সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানিয়ে রাখি, প্রায় অনুরূপ ব্যাটারি ক্যাপাসিটি সহ Mi Hypersonic 20,000mAh 50W -এর দাম প্রায় ৪,০০০ টাকা থেকে শুরু হচ্ছে।

অ্যাঙ্কার ৭৩৭ পাওয়ারকোর ২৪কে পাওয়ার ব্যাংকের স্পেসিফিকেশন ও ফিচার (Anker 737 PowerCore 24K power bank specifications and features)

নাম অনুসারে, অ্যাঙ্কার ৭৩৭ পাওয়ারকোর ২৪কে -এর ব্যাটারি ক্যাপাসিটি ২৪,০০০ এমএএইচ। এতে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্ট রয়েছে। যদিও ডিভাইসের রিটেল প্যাকেজে কোনও তার বা ওয়্যার অন্তর্ভুক্ত নেই। এই গ্যালিয়াম নাইট্রাইড বা GaN পাওয়ার ব্যাংক, পাওয়ার ডেলিভারি ৩.১ -এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই পাওয়ার ব্যাঙ্কের ফাস্ট চার্জিং বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য আপনাকে আলাদাভাবে একটি পিডি ৩.১ (PD 3.1) পোর্টের সাথে ব্যবহারযোগ্য কেবল কিনতে হবে।

Anker 737 PowerCore 24K পাওয়ার ব্যাংকে ১৪০ ওয়াট চার্জিং সাপোর্ট যুক্ত বাই-ডিরেকশনাল ইনপুট-আউটপুট পোর্ট রয়েছে। তাই পাওয়ার ব্যাংকটি নিজেও দ্রুত চার্জ হয় এবং সেইসাথে সংযুক্ত যেকোন ডিভাইসকে দ্রুততার সাথে চার্জ করে। উদাহরণস্বরূপ, ভারতের বাজারে উপলব্ধ বেশিরভাগ পাওয়ার ব্যাঙ্কগুলি প্রায় ২০-২২.৫ ওয়াট স্পিডে ডিভাইস চার্জ করে। কিন্তু অ্যাঙ্কার আনীত ডিভাইসটি তুলনায় যথেষ্ট দ্রুত চার্জিং অফার করে, এমনকি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমেও আধুনিক ল্যাপটপগুলিকে দ্রুত চার্জ করতে সক্ষম এটি। তবে এক সাথে একাধিক ডিভাইস চার্জারের সাথে সংযুক্ত থাকলে চার্জিং স্পিড প্রভাবিত হতে পারে।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, Anker 737 PowerCore 24K পাওয়ার ব্যাংকে একটি ইন-বিল্ট কালার ডিসপ্লে আছে। এই ক্ষুদ্রাকৃতির ডিসপ্লে পাওয়ার ব্যাঙ্কের অবশিষ্ট চার্জ, ব্যাটারির স্বাস্থ্যের বিশদ বিবরণ এবং প্রতিটি পৃথক পোর্টের চার্জিং আউটপুট দেখায়। স্ক্রিনটি ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৫% ব্যাটারি ব্যবহার করে, তাই প্রয়োজন না পড়লে ডিভাইসটি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে অ্যাঙ্কার।