Tata ভারতের প্রতিবেশী দেশের বাজার ধরতে তৎপর, একঝাঁক নতুন গাড়ি লঞ্চ করল ভুটানে

ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির বাজার ধরতেও যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে Tata Motors৷ সম্প্রতি নেপালে প্যাসেঞ্জার গাড়ি লঞ্চ করেছিল তারা৷ এবার সংস্থাটি ভারতের সীমান্তবর্তী দেশ ভুটানে যাত্রী গাড়ির সম্ভার নিয়ে হাজির হয়েছে৷ ভারতে আনা নতুন মডেল সহ সংস্থার সমস্ত গাড়িই লঞ্চ হয়েছে ভুটানে। সে দেশের সংস্থা Samden Vehicles Private Limited-এর সঙ্গে অংশীদারিত্বে প্রবেশ করেছে Tata৷ এর ফলে ভুটানে টাটার গাড়ির একমাত্র অথোরাইজড ডিস্ট্রিবিউটর হতে চলেছে তারা৷

Tata Tiago, Tigor, Nexon, Altroz, Harrier ও Safari এই সমস্ত মডেলের গাড়িই ভুটানের বাজারে পাওয়া যাবে। আবার এই সমস্ত মডেলে লেটেস্ট ইম্প্যাক্ট ২.০ ডিজাইন এবং বিএস৬ ইঞ্জিন সহ গাড়িগুলি লঞ্চ হয়েছে। ভুটানের বাজারে Tata Tiago-র দাম রাখা হয়েছে ৭.৩৪ লাখ এনইউ। এখানে জানিয়ে রাখি, ভারত এবং ভুটানের মুদ্রার মধ্যে দামের কোনো ফারাক নেই।

অন্যদিকে Tata Tigor গাড়িটির দাম ৭.৯৯ লক্ষ এনইউ। ভুটানে Nexon সাব-কম্প্যাক্ট এসইউভি ও Altroz হাচব্যাক এর দাম যথাক্রমে ১০.৫৫ লক্ষ এনইউ ও ৮.৯৫ লক্ষ এনইউ। আবার Harrier ও Safari-র মূল্য রাখা হয়েছে যথাক্রমে ৮.৩৮ লক্ষ এনইউ ও ২৪.৪২ লক্ষ এনইউ।

এই প্রসঙ্গে Tata Motors-এর ইন্টারন্যাশনাল বিজনেস, প্যাসেঞ্জার ভিকেলস, মায়াঙ্ক বালদি বলেছেন, “আমাদের সংস্থার গাড়িগুলি ডিজাইন, নিরাপত্তার দিকে সেরা এবং ড্রাইভিংয়ের আনন্দ দেয়। Nexon হল ভারতের প্রথম GNAP দ্বারা পাঁচতারার মানপত্র পাওয়া গাড়ি। যেখানে Altroz হল সেগমেন্টের একমাত্র হ্যাচব্যাক গাড়ি, যার পাঁচতারা রেটিং রয়েছে। এদিকে Tiago, Tigor হল GNAP দ্বারা চার তারা প্রাপ্ত এই বিভাগের সবচেয়ে নিরাপদ গাড়ি। Samden Vehicles Private Limited এর সাথে যৌথভাবে সেই দেশে আমাদের গ্রাহকদের আমরা উচ্চতর বিক্রয় এবং বিক্রয়ের পরবর্তী সন্তোষজনক অভিজ্ঞতা প্রধানের প্রতিশ্রুতি দিচ্ছি।”