আসছে S21 সিরিজের সস্তা ফোন Samsung Galaxy S21 FE, ফাঁস হল দাম

Samsung যে তাদের Galaxy S21 সিরিজের সস্তা ভ্যারিয়েন্ট হিসাবে Galaxy S21 FE (Fan Edition) এর ওপর কাজ করছে তা আমাদের অজানা নয়। কয়েকদিন আগেই ফোনটির একটি রেন্ডার ফাঁস হয়েছিল। সেখান থেকে এর ডিজাইন সহ কালার অপশন সম্পর্কে জানা গিয়েছিল। এছাড়াও ফোনটির স্পেসিফিকেশন অল্প বিস্তর প্রকাশ্যে এসেছে। তবে এবার স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই এর দাম সামনে এল।

Mydriver এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S21 FE এর দাম রাখা হবে ৭,০০,০০০- ৮,০০,০০০ ওন এর মধ্যে, যা প্রায় ৪৫,৮২৬৫ টাকা থেকে ৫২,৩৫০ টাকার সমান। এই মূল্য রাখা হতে পারে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। যদিও এছাড়া এর আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাবো।

Samsung Galaxy S21 FE সম্পর্কে কি জানা গেছে

টিপস্টারদের কথা বিশ্বাস করলে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস S-AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার ফোনটিতে স্নাপড্রাগণ ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যেতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ওএস-এ চলবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S21 FE এর পিছনে দেখা যেতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সুপারওয়াইড লেন্স + ১২ মেগাপিক্সেল অথবা ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, অলিভ গ্রীন, এবং পার্পল কালারে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন