ডেলিভারি দিতে হিমশিম, পিছিয়ে গেল Ola ইলেকট্রিক স্কুটারের বিক্রি

Ola-র ই-স্কুটার কিনতে গেলে অপেক্ষা করতে হবে আরো দেড়মাস। সম্প্রতি গ্রাহকদের কাছে ফের সময় চেয়ে নিয়েছে সংস্থাটি। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ ১ নভেম্বর থেকেই Ola S1 ও Ola S1 Pro এর ‘পারচেস উইন্ডো’ (purchase window) গ্রাহকদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও, তা আগামী মাসের ১৬ তারিখ থেকে ওপেন করা হবে বলে জানিয়েছে ওলা।

এ প্রসঙ্গে বলা হয়েছে আগে নেওয়া অর্ডারগুলি পূরণ করতে এখনও ব্যস্ত সংস্থাটি। Ola S1 ও S1 Pro এর এত বেশি চাহিদা যে জোগান দিতে হিমশিম খাচ্ছে তারা। এই প্রসঙ্গে ওলা জানিয়েছে, “আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখে ‘পারচেস উইন্ডো’ খোলা হবে।” তবে টেস্ট রাইডের দিনক্ষণ অপরিবর্তিত থাকার প্রসঙ্গে সংস্থাটি আশ্বাস দিয়েছে, “আমরা আগামী সপ্তাহে (১০ নভেম্বর) টেস্ট রাইডের দিনক্ষণ অনুযায়ী আপনাদের কাছে পৌঁছে যাব।”

প্রসঙ্গত গত সেপ্টেম্বরে দু’দিন ৪৯৯ টাকার বিনিময়ে Ola S1 ও S1 Pro স্কুটার বুকিং করা গিয়েছিল। ওই দু’দিনের বুকিংয়ে মোট ১,১০০ কোটি টাকা ঘরে তুলেছিল ওলা। তখনই ফাইনাল পেমেন্টের দিন নভেম্বর পর্যন্ত পেছনের কথা ঘোষণা করা হলেও, নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে এবার সেই দিনটি(১৬ ডিসেম্বর) নির্দিষ্ট করে বলে দেওয়া হল।

উল্লেখ্য, অগাস্টে বহু প্রত্যাশিত S1 ও S1 Pro ইলেকট্রিক স্কুটার দুটি লঞ্চ করেছিল Ola। বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলে দেয় সংস্থার স্কুটার দুটি। S1 ও S1 Pro মডেল দুটির দাম যথাক্রমে ১ লাখ ও ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এক চার্জে Ola S1, ১২০ কিমি যেতে পারে পারে বলে দাবি করা হয়েছে। এছাড়াও দশটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে পরিবেশবান্ধব স্কুটারটি। ৮.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটরের সাথে এতে ৩.৯৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকবে। অপরদিকে S1 Pro মডেলটি প্রতি ঘন্টায় ১১৫ কিমি সর্বোচ্চ গতিবেগ ও ১৮০ কিমি রেঞ্জ সহ আসবে বলে জানিয়েছে Ola।