২৫০০ টাকার কমে লঞ্চ হল itel Magic 2 4G, জিও সিম সাপোর্ট করবে

JioPhone কে টেক্কা দিতে আজ itel ভারতে তাদের নতুন ফিচার ফোন, Magic 2 4G লঞ্চ করলো। ৪জি কানেক্টিভিটির পাশাপাশি এই ফোনে রয়েছে কিং ভয়েস ফিচার, ওয়াই-ফাই কানেক্টিভিটি, ওয়্যারলেস এফএম, কল রেকর্ডিং, LED টর্চ এবং QVGA 3D কার্ভড ডিসপ্লে। সাথে থাকছে একটি শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘ ২৪ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আর যেহেতু এই স্মার্টফোনটিকে সর্বশ্রেণীর মানুষের কথা ভেবে নিয়ে আসা হয়েছে, তাই এটির দাম রাখা হয়েছে ২,৫০০ টাকারও কম! তাহলে চলুন এবার itel Magic 2 4G স্মার্টফোনটির দাম ও ফিচারের প্রসঙ্গে আলোকপাত করা যাক।

itel Magic 2 4G স্মার্টফোনের দাম :

আইটেল ম্যাজিক ২ ৪জি স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২,৩৪৯ টাকা। কোম্পানি ফোনটির ওপর পুরো ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ১২ মাসের সাধারণ ওয়ারেন্টি দিচ্ছে। শুধু তাই নয়, সাথে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও পাওয়া যাবে। ডিভাইসটি দুটি কালারে উপলব্ধ- কালো এবং নীল।

itel Magic 2 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন :

আইটেল ম্যাজিক ২ ৪জি হ্যান্ডসেটটিতে, একটি ২.৪ ইঞ্চির QVGA 3D কার্ভড ডিসপ্লে রয়েছে। আবার এই স্মার্টফোনটি ‘এক্সক্লুসিভ’ কিং ভয়েস (King Voice) ফিচারের সাথে এসেছে। এই ফিচারটির দ্বারা ইউজাররা, স্পিচ কে টেক্সটে রূপান্তর করতে পারবেন। অপরদিকে, ইন্টারনেট শেয়ার করার জন্য এটিতে হটস্পট টিথারিং (Hotspot Tethering ) ফিচার উপলব্ধ। এর সাহায্যে একসাথে ৮টি ডিভাইসকে ওয়াই-ফাই প্রদান করা যাবে।

ফটোগ্রাফির জন্য itel Magic 2 4G ফোনে, ফ্ল্যাশ সহ একটি ১.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। মডেলটিতে ডিফল্ট রূপে থাকছে, ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ, যা এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে, এই নয়া ফোনটিতে একটি ওয়্যারলেস এফএম (FM) আছে, যাতে রেকর্ডিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে। এরই সাথে থাকছে, কল রেকর্ডিং ফিচার, একটি বড়ো LED টর্চ লাইট, ওয়ান-টাচ মিউট এবং ৮টি প্রি-লোডেড গেম। এছাড়া, ভয়েস কলিং, ম্যাসেজ এবং মেনু বারের মতো বেসিক ফিচার তো থাকছেই। শুধু তাই নয়, ডিভাইসটিতে পাওয়া যাবে ফোনবুক সাপোর্ট।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, itel -এর এই ৪জি স্মার্টফোনে ১,৯০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি আছে। যা ২৪ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে, বলে সংস্থাটির দাবি। অন্যদিকে, কানেক্টিভিটি অপশন হিসাবে এই স্মার্টফোনে, ২জি, ৩জি, ৪জি, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি২ সাপোর্ট পাওয়া যাবে। ম্যাজিক ২ ৪জি হ্যান্ডসেটটিতে, ডুয়াল ৪জি VoLTE সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন