চলতি বছরের সেরা অ্যাপ BitClass, সেরা গেমের শিরোপা পেল BGMI পেল, অন্য অ্যাপগুলি কে কোথায় দেখে নিন

সম্প্রতি ভারতে ঘোষিত হল গুগল প্লে বেস্ট অফ ২০২১ (Google Play Best of 2021) অ্যাওয়ার্ডের তালিকা। টেক জায়ান্টটি প্রতি বছরের শেষে এই তালিকাটি জনসমক্ষে নিয়ে আসে, যেখানে বিভিন্ন বিভাগে সংস্থাটি অ্যাপ্লিকেশন এবং গেমগুলিকে র‌্যাঙ্কিং দেয়। ফলে বিভিন্ন সেকশনে সেরা তথা জনপ্রিয় অ্যাপ কোনগুলি সে সম্পর্কে ইউজারদের মনে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়। এই বছরের তালিকায় সেরা অ্যাপের জায়গাটা দখল করে নিয়েছে BitClass। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন এবং ল্যাপটপে লাইভ ক্লাস নেওয়ার সুযোগ দেয়।

আবার, ২০২১ সালের সেরা গেম হিসেবে মনোনীত হয়েছে Krafton কর্তৃক নির্মিত Battlegrounds Mobile India বা BGMI। PUBG Mobile ব্যান হওয়ার পর এর ভারতীয় সংস্করণ হিসেবে আসা এই গেমটির সম্পর্কে আলাদা করে আর কিছুই বলার প্রয়োজন পড়ে না। রিলিজ হওয়ার কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক ডাউনলোডের রেকর্ড গড়ে ভারতীয় প্লেয়ারদের ইতিমধ্যেই মোহিত করতে সক্ষম হয়েছে এই নয়া গেমটি।

অন্যদিকে, Clubhouse-কে বছরের ইউজারস চয়েস (Users’ choice) অ্যাপ হিসেবে মনোনীত করা হয়েছে। এটি একটি ভয়েস-ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের রিয়েল-টাইমে একে অপরের সাথে সংযোগ স্থাপন এবং কথা বলার অনুমতি দেয়। অ্যাপটি প্রাথমিকভাবে শুধুমাত্র iOS-এ উপলব্ধ থাকলেও পরবর্তীকালে Android ইউজারদের জন্যও রোলআউট হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া, ২০২১ সালের ইউজারস চয়েস গেমের শিরোপাটি পেয়েছে Garena Free Fire MAX, যা সাম্প্রতিককালে ব্যাটেল রয়্যাল গেম হিসেবে ভারতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। আসুন, গুগল প্লে বেস্ট অফ ইন্ডিয়া ২০২১-এর পুরষ্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকাটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

২০২১ সালের সেরা অ্যাপ – BitClass

২০২১ সালের সেরা গেম – Battlegrounds Mobile India

২০২১ সালের ইউজারস চয়েস অ্যাপ – Clubhouse

২০২১ সালের ইউজারস চয়েস গেম – Garena Free Fire MAX

২০২১-এ ভারতের সেরা অ্যাপস (Best apps of 2021 in India)

মজার জন্য সেরা অ্যাপস (Best Apps for Fun)

  • FrontRow
  • Clubhouse
  • Hotstep

দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের জন্য সেরা অ্যাপস (Best Apps for Everyday Essentials)

  • Sortizy
  • SARVA
  • Guardians from Truecaller

পার্সোনাল গ্রোথের জন্য সেরা অ্যাপস (Best Apps for Personal Growth)

  • Bitclass
  • EMBIBE
  • Evolve Mental Health

সেরা হিডন জেমস (Best Hidden Gems)

  • Jumping Minds
  • Learn Product Management & Marketing Skills @ FWD
  • Moonbeam I Podcast Discovery

সেরা উপযোগী অ্যাপস (Best Apps for Good)

  • Evergreen Club
  • being: your mental health friend
  • Speechify – text to speech tts

ট্যাবলেটের জন্য সেরা অ্যাপস (Best Apps for Tablets)

  • Houzz – Home Design & Remodel
  • Canva
  • Concepts: Sketch, Note, Draw

সেরা ওয়্যার অ্যাপস (Best Apps for Wear)

  • My Fitness Pal
  • Calm
  • Sleep Cycle: Sleep analysis & Smart alarm clock

২০২১-এ ভারতের সেরা গেমস (Best games of 2021 in India)

সেরা প্রতিযোগিতামূলক গেম (Best Competitive Games)

  • Battlegrounds Mobile India
  • Summoners War: Lost Centuria
  • MARVEL Future Revolution
  • Pokemon Unite
  • Suspects: Mystery Mansion

সেরা গেম চেঞ্জার (Best Game Changers)

  • JanKenUP!
  • Unmaze – a myth of shadow & light
  • NieR Re[in]carnation
  • Tears of Themis

সেরা ইন্ডি গেমস (Best Indie Games)

  • DeLight: The Journey Home
  • Huntdown
  • My Friend Pedro
  • Ronin: The Last Samurai
  • Bird Alone

সেরা পিক আপ অ্যান্ড প্লে (Best Pick Up & Play)

  • Cats in Time – Relaxing Puzzle Game
  • Crash Bandicoot: On the Run!
  • Dadish 2
  • Disney POP TOWN
  • Switchcraft: The Magical Match 3

ট্যাবলেটের জন্য সেরা গেম (Best Games for Tablets)

  • Chicken Police Paint it RED!
  • My Friend Pedro: Ripe for Revenge
  • Overboard!
  • The Procession to Calvary

Google জানিয়েছে যে, এই বিজয়ীদের সমগ্র ডেভেলপার ইকোসিস্টেম জুড়ে নির্বাচন করা হয়েছে, যাতে অত্যন্ত বড়ো মাপের হোক বা উঠতি – যে কোনো ডেভেলপারদের তৈরি করা দুর্দান্ত গেমই এই তালিকায় শামিল হতে পারে। সেইসাথে এই লিস্টে ই-লার্নিং অ্যাপ্লিকেশন, সুস্থতা সংক্রান্ত অ্যাপ সহ ট্যাবলেটের সেরা অ্যাপ এবং গেমগুলিকে জায়গা দেওয়া হয়েছে, যাতে ইউজাররা বিভিন্ন ধরনের অ্যাপগুলির কথা জানতে পারেন, এবং তারপর তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলি অত্যন্ত সহজে ব্যবহার করার সুযোগ পান।