108MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারির দুর্ধর্ষ জুটি! নতুন Samsung ফোনে চমক, দাম জেনে নিন

স্যামসাং (Samsung) তাদের Galaxy F সিরিজের লেটেস্ট মডেল হিসাবে, Galaxy F54 5G আগামী ৬ জুন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটির প্রি-রিজার্ভেশনের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আগ্রহীরা বর্তমানে Galaxy F54 5G-এর জন্য বুকিং করলে প্রায় ২,০০০ টাকার বেনিফিট পাবেন বলে জানা গেছে।লঞ্চের আগেই এবার ফোনটির দাম ফাঁস হয়ে গেল। আসুন তাহলে জেনে নেওয়া যাক, ঠিক কত দামে বাজারে উপলব্ধ হবে আপকামিং Samsung Galaxy F54 5G।

ফাঁস হল Samsung Galaxy F54 5G-এর দাম

টিপস্টার পারস গুগলানির দাবি, ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি-এর দাম হবে প্রায় ২৮,৪৯৯ টাকা। যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ একটি কনফিগারেশনের মূল্য বলে অনুমান করা হচ্ছে। যদিও টিপস্টার হ্যান্ডসেটটির সম্পর্কে এর বেশি কিছু প্রকাশ করেননি, তব একটি রিপোর্ট থেকে গ্যালাক্সি এফ৫৪ ৫জি-এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy F54 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস (AMOLED Plus) ডিসপ্লের সাথে আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজের উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৫-এর একটি স্তর দ্বারা সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে, যা স্ক্র্যাচ এবং দুর্ঘটনাজনিত কারণে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ার থেকে রক্ষা করে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি কোম্পানির ইন-হাউস এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ফোনে ৫জি সংযোগ আনবে। এই নতুন স্যামসাং হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরার ক্ষমতার পরিপ্রেক্ষিতে, Galaxy F54 5G একটি বহুমুখী সেটআপ অফার করবে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে৷ আর ফোনের সামনের দিকে, সেলফি তোলার জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যেতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F54 5G শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা সম্ভবত এই দামের সেগমেন্টে সবচেয়ে বড় ব্যাটারি হবে। এছাড়াও, ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তবে স্যামসাং আপকামিং গ্যালাক্সি ডিভাইসটির সাথে এই চার্জারটি সরবরাহ করবে কিনা, সেসম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। যদিও, কোম্পানির সাম্প্রতিক ট্রেন্ড দেখে বিচার করলে, Galaxy F54 5G-এর রিটেইল বক্সে চার্জার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যায় না।