iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE ভারতে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, দাম ও ফিচার জানুন

একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আজ অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হল হল iQOO 9 সিরিজ। এই সিরিজের অধীনে মোট তিনটি স্মার্টফোন এসেছে – iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE। প্রত্যেকটি 5G কানেক্টিভিটির ফ্ল্যাগশিপ মডেলেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮-সিরিজ চিপসেট ব্যবহার করা হয়েছে। যেখানে টপ-এন্ড মডেল বা 9 Pro -তে আছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। এছাড়া, প্রতিটি ফোনেই, ফাস্ট চার্জিং টেকনোলজি, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যদিও, Pro ভ্যারিয়েন্টের ক্ষেত্রে গিম্বেল স্টেবিলাইজেশনসিস্টেমের সমর্থন পাওয়া যাবে, যা ভিডিও রেকর্ডিংয়ের সময়ে আরো ভালো স্থিতিশীলতা অফার করবে। প্রসঙ্গত, iQOO 9, iQOO 9 Pro ও iQOO 9 SE ফোনের প্রি-অর্ডারের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং লঞ্চ অফার হিসাবে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে পকেটস্থ করা যাবে এই ফোন-ত্রয়ীকে। যাইহোক আসুন নবাগত iQOO 9 সিরিজের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

আইকো ৯ সিরিজ ভারতে দাম এবং উপলব্ধতা (iQOO 9 series price and avaibility in India)

আইকো ৯ সিরিজের প্রত্যেকটি মডেলকেই দুটি স্টোরেজ অপশনের সাথে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, আইকো ৯ এবং আইকো এসই স্মার্টফোন-দ্বয় ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের সাথে উপলব্ধ। দামের কথা বললে, সিরিজের বেস মডেল অর্থাৎ আইকো ৯ ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৪২,৯৯০ টাকা রাখা হয়েছে। আর, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৪৬,৯৯০ টাকা। এটি আলফা ও লিজেন্ড কালার ভ্যারিয়েন্টে কেনা যাবে।

আইকো ৯ এসই স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৩৩,৯৯০ টাকা ধার্য করা হয়েছে। এই দাম ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯০ টাকা। এটি সানসেট সিয়েরা এবং স্পেস ফিউশন কালারে পাওয়া যাবে।

তদুপরি, নবাগত সিরিজটির টপ-এন্ড মডেল অর্থাৎ আইকো ৯ প্রো স্মার্টফোনকে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। এগুলির দাম থাকছে যথাক্রমে, ৬৪,৯৯০ টাকা এবং ৬৯,৯৯০ টাকা। উক্ত ফ্ল্যাগশিপ ফোনটি লেজেন্ড এবং ডার্ক ক্রুজ কালারে বেছে নেওয়া যাবে।

উপলব্ধতার কথা বললে, আইকো ৯ প্রো এবং আইকো ৯ ফোনের প্রি-অর্ডারের কার্যক্রম আজ থেকেই লাভ করে দেওয়া হবে। তবে প্রো মডেলটির প্রি-অর্ডার আগামী ২রা মার্চ থেকে শুরু হবে। এই তিনটি স্মার্টফোনকে ভিভো ই-স্টোর, অ্যামাজন ইন্ডিয়া এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

প্রসঙ্গত, লঞ্চ অফার হিসাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের নয়া আইকো ৯ সিরিজের তিনটি মডেলের প্রি-অর্ডারের ক্ষেত্রেই ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করা হবে। যেমন, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে আইকো ৯ প্রো স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে ৬,০০০ টাকার ছাড় এবং ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। আইকো ৯ ফোনের সাথে ৪,০০০ টাকার ডিসকাউন্ট ও অতিরিক্ত ভাবে ৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের। আর, আইকো ৯ এসই স্মার্টফোনকে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে ৩,০০০ টাকার ডিসকাউন্ট ও অতিরিক্ত ভাবে আরো ৩,০০০ টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। কিস্তিতে টাকা শোধ করতে চাইলে, ১২ মাস পর্যন্ত বৈধতা সম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ। উপরন্তু, বিদ্যমান গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০,০০০ টাকার ‘বিশেষ’ এক্সচেঞ্জ বোনাস দেবে, বলে জানিয়েছে চীনা সংস্থাটি।

আইকো ৯ সিরিজ স্পেসিফিকেশন ও ফিচার (iQOO 9 series Specifications and features)

প্রথমেই, আইকো ৯ সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ ৯ প্রো -এর ফিচার সম্পর্কে আলোচনা করা যাক। এতে, একটি ৬.৭৮ ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে আছে। কার্ভড ডিজাইনের এই ডিসপ্লে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। উল্লেখ্য, গেমিং অভিজ্ঞতাকে এক ভিন্ন মাত্র দেওয়ার জন্য উক্ত ফোনকে ইন্টিলিজেন্ট ডিসপ্লে চিপ সহ নিয়ে আসা হয়েছে। তদুপরি, ফাস্ট পারফরম্যান্সের জন্য ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই স্মার্টফোনে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল Samsung GN5 Gimbal প্রাইমারি সেন্সর, ১৫০° ফ্লিড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে দেখা যাবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া, এই ফোনে, ডুয়াল-স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর ইত্যাদি উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য আইকো ৯ প্রো ফোনে, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

সিরিজের ভ্যানিলা মডেল আইকো ৯ -এ রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ। এটি স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর দ্বারা সজ্জিত এবং এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। ছবি তোলার জন্য এই নয়া ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল Sony IMX 598 Gimbal প্রাইমারি সেন্সর, ১২০° ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। এতে, ৪,৩৫০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পরিশেষে আসা যাক, আইকো ৯ এসই স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে। এতে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থিত একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। উন্নত পারফরম্যান্স সরবরাহ করতে ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। আর, ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে বললে, অন্যান্য মডেলের মতো এতেও ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। তবে সেন্সর রেজোলিউশন ভিন্ন থাকছে। সেক্ষেত্রে ক্যামেরাগুলি হল, ৪৮ মেগাপিক্সেল Samsung IMX 598 OIS প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর৷ আইকো ৯ এসই স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৬৬ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।