CNG Price Hike: ফের বাড়ল সিএনজি-র দাম, না কমালে ধর্মঘটের হুমকি চালকদের সংগঠনের

প্রাকৃতিক গ্যাসের (CNG) দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেল ২.৫০ টাকা। সম্প্রতি এই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা Mahanagar Gas Limited (MGL)। ৮ জানুয়ারি মধ্যরাত্রী থেকে থেকে যা মুম্বইয়ে কার্যকর করা হয়েছে। এখন সেখানে কেজি প্রতি সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৬৬ টাকা।

গত বছর থেকে এ পর্যন্ত নোট ৬ বার বৃদ্ধি পেল প্রাকৃতিক গ্যাসের দাম। আগে মুম্বইয়ে ৬৩.৫০ টাকায় মিলতো এক কেজি সিএনজি। যেহেতু মুম্বইয়ে বেশিরভাগ অটোরিকশা এবং ট্যাক্সি চলে এই প্রাকৃতিক গ্যাসে, তাই দাম চড়ার পর আয়ে প্রভাব পড়বে বলেই মনে করছেন চালকরা।

এ দিকে সিএনজি-র মূল্যবৃদ্ধির বিরোধিতা করে মুম্বইয়ের অটোরিকশা এবং ট্যাক্সি সংগঠনগুলি ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে। তাদের বক্তব্য, মহারাষ্ট্র সরকার যদি মুম্বইয়ের আইকনিক কালো এবং হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধি না করে, তবে তারা ধর্মঘটের পথ বেছে নেবে। মুম্বইয়ের ট্যাক্সি সংগঠন, মেন্স ইউনিয়নের এক নেতা বলেছেন, “২০২১ সালে আমরা ইতিমধ্যেই ভুক্তভোগী হয়েছি, কারণ সিএনজি এবং পিএনজি-র মূল্য ক্রমশই বেড়ে চলেছে। যদি সরকারের তরফে ভাড়া বৃদ্ধি করা না হয়, তবে আমরা ধর্মঘট করব। সরকারের কাছে আমাদের এই বক্তব্য পেশ করেছি।”

অটোরিকশা চালকদের সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, যে সিএনজির মূল্য পরিবর্তন করার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা এও বলেছে, যদি ভাড়া বৃদ্ধি করা হয়, তবে যাত্রীদের পকেটে টান পড়বে।

উল্লেখ্য, যেখানে কেন্দ্রীয় সরকার বারংবার পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের কথা বলে চলেছে, সেখানে সিএনজি-র এই মূল্যবৃদ্ধি প্রভাব ফেলতে পারে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারে। এদিকে পেট্রোল এবং ডিজেলের তুলনায় সস্তার জ্বালানি হিসেবেই পরিচিত সিএনজি। প্রথাগত জ্বালানির তুলনায়, সিএনজিতে চালিত যানবাহন থেকে নির্গত দূষণের মাত্রাও অনেকটাই কম।