হ্যাং করবে না, Micromax In 2B দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ৩০ জুলাই লঞ্চ হচ্ছে

আর মাত্র দু-দিনের অপেক্ষা। তারপরই দেশীয় সংস্থা Micromax তাদের নতুন বাজেট ফোন Micromax In 2b ভারতে লঞ্চ করবে। সম্প্রতি ইউটিউবে একটি টিজার ভিডিও পোস্ট করে মাইক্রোম্যাক্সের তরফে তাদের আসন্ন ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। ৮ সেকেন্ডের এই টিজার ভিডিওতে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই Micromax In 2b বাজারে পা রাখবে। পাশাপাশি স্মার্টফোনটির ডিজাইন, কালার অপশন এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও ভিডিও থেকে আভাস পাওয়া গেছে।

এদিকে সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Micromax In 2b-এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এখান থেকে ফোনটির কিছু মুখ্য স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি। এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। আসুন ৩০ জুলাই লঞ্চের আগে Micromax In 2b সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

Micromax In 2b এর ডিজাইন এবং কালার অপশন

সম্প্রতি প্রকাশ্যে আসা টিজার ভিডিও অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোন তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, গ্রিন, এবং ব্লু। আবার মাইক্রোসাইট থেকে জানা গেছে, এই ফোনে ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে থাকবে। এছাড়া আপকামিং এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে দেখা যাবে, ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা মডিউলটি আয়তকার আকৃতির। এই ক্যামেরা মডিউলের সামান্য নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। মাইক্রোম্যাক্স ইন ২বি এর রিয়ার প্যানেলের নীচের দিকে In ব্র্যান্ডিং দেখা যাবে।

Micromax IN 2B এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনে এইচডি প্লাস রেজোলিউশন সহ একটি ৬.৫ ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে দেখা যেতে পারে। উন্নত পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে, ইউনিসোক টি৬১০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ওএস ভার্সনে কাজ করবে। আপকামিং এই ডিভাইসকে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে বলে সূত্রের খবর।

মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনে, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আর, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনে পাওয়া যাবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। একক চার্জে এই ব্যাটারিটি ১৬০ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম, ৫০ ঘন্টা টকটাইম, ২০ ঘন্টারষ ওয়েব ব্রাউজিং এবং ১৫ ঘন্টা ভিডিও স্ট্রিমিং অফার করবে বলে সংস্থার দাবি।

প্রসঙ্গত, মাইক্রোম্যাক্স এই ফোনের জন্য ‘No hang phone’ এবং ‘Ab India Chale No Stop’ হ্যাশট্যাগ ব্যবহার করেছে। অর্থাৎ ফোনটি হ্যাং করবে না বলে কোম্পানির দাবি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন