হাতে রাখলে সবাই তাকাবে! চোখজুড়ানো রঙে দেশের বাজারে নয়া ফোন আনছে Motorola

মোটোরোলা (Motorola) গ্লোবাল সম্প্রতি জানিয়েছিল তাদের দুই জনপ্রিয় স্মার্টফোন, Motorola Razr 40 Ultra এবং Motorola Edge 40 Neo নজরকাড়া পিচ ফাজ (Peach Fuzz) কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যা প্যানটোন (Pantone)-এর ২০২৪ সালের ‘কালার অফ দ্য ইয়ার’। আর এখন ব্র্যান্ডের তরফে একটি টিজার প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে, Motorola Edge 40 Neo ‘পিচ ফাজ’ কালার অপশনটি ভারতেও পাওয়া যাবে।

Motorola Edge 40 Neo শীঘ্রই ভারতে পাওয়া যাবে ‘Pantone Colour of the Year 2024’- Peach Fuzz অপশনে

সম্প্রতি মোটোরোলা ও প্যানটোন গত বছরের মতোই তাদের পার্টনারশিপের বিষয়ে জানিয়ে নিশ্চিত করেছে যে, মোটোরোলা এজ ৪০ নিও এবং মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা ফোন দুটি প্যানটোনের ২০২৪ সালের জন্য নির্ধারিত রঙ, পিচ ফাজ-এ সেজে উঠবে। প্রসঙ্গত, প্যানটোন প্রতি বছরই সমাজের বিভিন্ন ক্ষেত্র, ট্রেন্ড ও মানুষের পছন্দের বিশ্লেষণ করে সেই বছরের জন্য একটি রঙের শেড নির্বাচন করে থাকে, যেটিকে ‘প্যানটোন কালার অফ দ্য ইয়ার’ বলা হয়।

সংস্থার ভারতীয় ওয়েবসাইটে মোটোরোলা এজ ৪০ নিও-এর পাশাপাশি রেজার ৪০ আল্ট্রা-কেও নতুন রঙের বিকল্পে দেখা গেছে। এটি নির্দেশ করে যে শীঘ্রই মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা-এর পিচ ফাজ ভ্যারিয়েন্টটিও এদেশে পাওয়া যাবে। নতুন রঙ ছাড়া অবশ্য আর কোনও পরিবর্তন থাকবে না।

Motorola Edge 40 Neo-এর স্পেসিফিকেশন

Motorola Edge 40 Neo-তে ফুলএইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৫৫ ইঞ্চির কার্ভড পি-ওলেড (POLED) ডিসপ্লে রয়েছে। ফোনটি MediaTek Dimensity 7030 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। Edge 40 Neo অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে এবং কোম্পানি ডিভাইসটিতে দুটি ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Motorola Edge 40 Neo-তে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দ্বারা গঠিত। আর ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

উল্লেখযোগ্যভাবে, Motorola Edge 40 Neo ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে এসেছে, যা তার সেগমেন্টে নিজেকে আলাদা করে তুলেছে। ফোনটি ভারতে দু’টি মেমরি অপশনে পাওয়া যায় – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। দাম যথাক্রমে ২৩,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকা।