পপ আপ সেলফি ক্যামেরার বদলে পাঞ্চ হোল ডিজাইনের সাথে আসবে Redmi K40 Pro

চলতি বছর শেষ হওয়ার আগেই লঞ্চ হতে পারে Redmi K30 Pro-র সাকসেসর মডেল Redmi K40 Pro। তবে ফোনটিকে ঘিরে পপ-আপ সেলফি ক্যামেরাপ্রেমীদের মনে যে উৎসাহ তৈরি হয়েছিল, সম্প্রতি একটি খবরের সৌজন্যে তাতে কিছুটা হলেও ভাটা পড়ে গেল। কারণ পপ-আপ সেলফি মেকানিজমকে বিদায় জানিয়ে Redmi K40 Pro লঞ্চ হতে পারে পাঞ্চ হোল ক্যামেরার সাথে। সূত্র উদ্ধৃত করে টিপস্টার সুধাংশু অম্বোর টুইটারে খবরটি শেয়ার করেছেন।

Redmi K সিরিজের ফোনগুলির সাথে পপ-আপ সেলফি ক্যামেরা সমার্থক হয়ে উঠেছিল। তবে সাম্প্রতিক খবর বিশ্বাস করলে Redmi K40 Pro ফোনের সেলফি ক্যামেরা ডিসপ্লের ওপরে ঠিক বামদিকে থাকবে। সুতারাং ডিসপ্লের ডিজাইনও সম্পূর্ণরূপে বেজেল-লেস হবে না।

কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, Redmi K40 লঞ্চ হতে পারে এই ডিসেম্বরেই। আর এর প্রিমিয়াম ভ্যারিয়েন্ট K40 Pro লঞ্চ হবে আগামী বছরের প্রথমার্ধে। শোনা যাচ্ছে, Redmi K40-তে স্ন্যাপড্রাগন ৭-সিরিজ চিপসেট এবং K40 Pro-তে কোয়ালকমের ফ্ল্যাগশিপ ৮-সিরিজ চিপসেট ব্যবহার করা হবে।

রেডমির আসন্ন লঞ্চের কথায় আসলে, ১৭ই ডিসেম্বর ভারতে আসছে Redmi 9 Power। যা কিছুদিন আগে চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 4G এর রিব্রান্ডেড ভার্সন। এদেশে ফোনটি ৬ জিবি পর্যন্ত  র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে উপলব্ধ হবে বলে খবর।