তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয় দুই মোটরসাইকেলের দাম বাড়াল TVS

TVS মে মাসের পর জুনেও তাদের বিভিন্ন দু’চাকার দাম বাড়ানোর ঘোষণা করল। মূল্যবৃদ্ধির বাজারে নতুন মোটরসাইকেল বা স্কুটার কিনতে ইচ্ছুকদের বাজেটে যা সামান্য হলেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয় তথা সংস্থার জনপ্রিয় দুই স্ট্রিট বাইক TVS Apache RTR 200 4V ও RTR 160 4V-এর মূল্য চলতি মাস থেকেই বাড়ানো হচ্ছে। 200 4V-এর প্রতিটি ভ্যারিয়েন্টের দাম দেড় হাজার টাকা বাড়লেও RTR 160 4V-এর ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরিমাণ তার চেয়ে দেড়শো টাকা কম।

TVS Apache RTR 160 4V ও 200 4V নতুন দাম

Apache RTR 160 4V মোটরসাইকেলের ড্রাম ও  ডিস্ক ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে যথাক্রমে ১,২০,৭২৮ টাকা এবং ১,২২,৮৩৫ টাকা। আর ব্লুটুথ, ও স্পেশ্যাল এডিশনের দাম বর্তমানে যথাক্রমে ১,২৫,৫৫১ টাকা ও ১,২৬,৯২৫ টাকা (এক্স-শোরুম)৷ অন্য দিকে, RTR 200 4V মডেলের সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্ট কেনার জন্য এখন যথাক্রমে ১,৩৯,৬৯০ টাকা ও ১,৪৪,৭৪০ টাকা খরচ করতে হবে।

RTR 160 4V-তে অয়েল কুল্ড ১৫৯.৭ সিসি ইঞ্জিন রয়েছে। যার ক্ষমতা ১৭.৩৯ বিএইচপি ও টর্ক ১৪.৭৩  এনএম। বাইকটি বড় ভাই RTR 200 4V একটি ১৯৭.৭ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত। যার আউটপুট ২০.৫৪ বিএইচপি ও ১৭.২৫ এনএম। দু’টি মডেলেই ফাইভ স্পিড গিয়ারবক্স থাকলেও, 200 4V অতিরিক্ত ফিচার হিসাবে অ্যাসিস্ট ও স্লিপার ক্ল্যাচ পেয়েছে।

এছাড়াও, TVS Apache RTR 200 4V মডেলে সেগমেন্ট ফার্স্ট রাইড মোড এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ (দু’দিকে) দেওয়া হয়েছে। প্রসঙ্গত, টিভিএস-এর ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Apache RR 310 -এর দামও চলতি মাসে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে।