iQOO Z3 5G ফোনে থাকবে 64MP Samsung-GW3 AF ক্যামেরা, 8 জুন ভারতে লঞ্চ হচ্ছে

IQOO ভারতে তাদের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। আগামী 8 জুন এদেশে পা রাখবে iQOO Z3 5G। ইতিমধ্যেই চীনে লঞ্চ হওয়ার সুবাদে, এই ফোনের স্পেসিফিকেশন আমাদের জানা। এছাড়া কোম্পানিটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিজার শেয়ার করে ফোনটির মুখ্য ফিচার সামনে আনছে। সেই ধারা বজায় রেখে, গতকালের একটি টিজারে iQOO Z3 5G এর ক্যামেরা স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়েছে।

iQOO Z3 5G ফোনে থাকবে এই ক্যামেরা ফিচার

iQOO তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছে, আসন্ন iQOO Z3 5G ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 64MP Samsung-GW3 AF সেন্সর। অফিসিয়াল টুইটে আরো নিশ্চিত করা হয়েছে, এই ক্যামেরা সেন্সর EFB অটো ফোকাস, সুপার নাইট মোড ও 60FPS-এ 4K ভিডিও রেকর্ড সাপোর্ট সহ আসবে। যদিও ফোনের বাকি রিয়ার ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

iQOO Z3 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে

কয়েকদিন আগেই জানা গেছে, iQOO Z3 5G ফোনটি Amazon India থেকে পাওয়া যাবে। এটি ভারতের প্রথম Snapdragon 768G প্রসেসরের ফোন হবে। এতে থাকবে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি ফোনটি মাত্র 19 মিনিটের চার্জে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 4,400mAh ব্যাটারি।

এছাড়া iQOO Z3 5G ফোনটি চীনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ হয়েছিল। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ছিল 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। চীনে iQOO Z3 5G ফোনটির দাম শুরু হয়েছে 1,699 ইউয়ান (প্রায় 19,400 টাকা) থেকে। সেক্ষেত্রে ভারতে ফোনটি 20,000-25,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন