লক্ষাধিক টাকার Samsung Galaxy S22 Ultra নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা, কারণ জানুন

গত ১৭ ফেব্রুয়ারি রীতিমতো শোরগোল ফেলে ভারতের লঞ্চ করা হয়েছিল বহুল চর্চিত Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজকে। যার মধ্যে ফিচারের নিরিখে সিরিজের টপ-এন্ড মডেল অর্থাৎ Samsung Galaxy S22 Ultra বিশেষ নজর কেড়েছে অনেকের। যদিও, QHD+ ডিসপ্লে প্যানেল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, কোয়ালকমের লেটেস্ট প্রসেসর এবং এস-পেনের মতো অ্যাডভান্স ফিচার থাকা সত্ত্বেও, ফোনটির একটি খামতি যথেষ্ট নিরাশ করেছে ক্রেতাদের। আসলে, ফোনের সাথে ৪৫ ওয়াট চার্জার দেওয়ার খবরে বেজায় ক্ষুদ্ধ হয়েছেন স্যামসাং তথা টেক অনুরাগীরা। আর এই কারণেই, সম্প্রতি টুইটারের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মজাদার মিম শেয়ার করে ঠাট্টা-তামাশার বিষয়বস্তু করে তোলা হচ্ছে Samsung Galaxy S22 Ultra মডেলটিকে।

Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনকে নিয়ে মশকরা করার কারণ কী?

লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা -এর ফিচার তালিকা প্রকাশ্যে এলে, অনেকেই ফোনটির চার্জিং ক্যাপাসিটি নিয়ে নাক কুঁচকেছিলেন। তবে, সম্প্ৰতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে মিম শেয়ার করার মাধ্যমে বিষয়টিকে আরো বেশি করে যেন হাইলাইট করা হচ্ছে। যাইহোক, ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সংস্থার তরফ থেকে, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মাটফোনের সাথে ৪৫ ওয়াট চার্জার দেওয়ার কথা বলা হয়েছে। এই পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে Galaxy S22 Ultra চার্জ করতে প্রায় ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার মতো সময় লাগে। যেখানে কিনা, Realme এবং Xiaomi -এর মতো টেক ব্র্যান্ডগুলি তাদের মিড-রেঞ্জ অধীনস্ত স্মার্টফোনগুলির সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়, যা ১৪ মিনিটের স্বল্প সময়ে ডিভাইসকে ১০০% চার্জ করাতে সক্ষম।

প্রতিদ্বন্দ্বি সংস্থার পরিবর্তে যদি স্যামসাংয়ের নিজস্ব প্রোডাক্টের সাথেও যদি এই নয়া ডিভাইসের তুলনা করা হয়ে, তবেও কিন্তু খুব একটা প্রসন্ন হওয়া যাচ্ছে না। কেননা, গত বছর লঞ্চ হওয়া Galaxy S21 Ultra স্মার্টফোনকে ২৫ ওয়াট চার্জারের সাথে নিয়ে আসা হয়েছিল। এই পাওয়ার অ্যাডাপ্টারটি ডিভাইসকে ফুল চার্জ করতে প্রায় ৬৫ মিনিট সময় নেবে, বলা দাবি করা হয়েছিল। অতএব, হিসাব করলে দেখা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের সাথে দেওয়া ৪৫ ওয়াট চার্জারটি, গ্যালাক্সি এস২১ ফোনের সাথে আসা ২৫ওয়াট চার্জারের থেকে মাত্র ৫ মিনিট কমে ডিভাইসকে ফুল চার্জ করবে। ফলে, লক্ষাধিক টাকার পরিবর্তে এরূপ চার্জিং টেকনোলজি অফার করলে, মশকরার পাত্র হওয়া খুবই স্বাভাবিক।

প্রসঙ্গত, গতপরশু স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রার স্ক্রীন ফ্লিকারিং সংক্রান্ত সমস্যা সামনে আসার পর, ৪৫ ওয়াট চার্জার নিয়ে ক্রেতাদের ক্ষোভ প্রকাশ, পুরো ব্যাপারটা কীভাবে সামলাবে স্যামসাং তা এখন দেখার বিষয়।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা দাম (Samsung Galaxy S22 Ultra Price)

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আর, ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ১,১৮,৯৯৯ টাকা। আগামী ১১ মার্চ থেকে ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ স্মার্টফোন সহ সিরিজ অধীনস্ত বাকি দুটি মডেলকেও সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্পেসিফিকেশন এবং ফিচার (Samsung Galaxy S22 Ultra Specifications and Features)

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে একটি ৬.৮ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮ ×১,৪৪০ পিক্সেল) ২এক্স AMOLED প্যানেল রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১০০% DCI-P3 কালার কভারেজ এবং ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া, সিকিউরিটির জন্য ডিভাইসটির স্ক্রিনের মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকছে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy S22 Ultra ফোনের কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৩এক্স অপটিক্যাল জুম এবং এফ/২.৫ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০এক্স অপটিক্যাল জুম এবং এফ/৪.৯ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স উপস্থিত। একই সাথে, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ডিভাইসটি ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সহ আসবে। Samsung Galaxy S22 Ultra অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে। আর, এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যার সাথে ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।