যত খুশি সিনেমা ডাউনলোড করুন, 1 টেরাবাইট স্টোরেজের সঙ্গে স্মার্টফোন লঞ্চ করল OnePlus

ওয়ানপ্লাস (OnePlus) গত ফেব্রুয়ারিতে তাদের Ace সিরিজের অধীনে Ace 2 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। আবার তার পরের মাসেই এই সিরিজের পরবর্তী হ্যান্ডসেট হিসাবে OnePlus Ace 2V চীনের বাজারে আসে। এটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোন, যা মসৃণ ডিজাইন এবং উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করে। ডিভাইসটিতে বড় আকারের ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek Dimensity 9000 চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। লঞ্চের সময় Ace 2V ফোনটি ১২ জিবি/ ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল। তবে ওয়ানপ্লাস এখন ফোনটির জন্য একটি নতুন স্টোরেজ অপশনের ঘোষণা করেছে। যা ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ দ্বারা গঠিত। আসুন এই নতুন ভ্যারিয়েন্টটির মূল্য ও উপলব্ধতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2V-এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট এল বাজারে

১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ যুক্ত ওয়ানপ্লাস এস ২ভি-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করেছে কোম্পানি। উচ্চতর মডেল হলেও, এটি পকেট-ফ্রেন্ডলি। এর মূল্য মাত্র ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,২৫০ টাকা)। তবে গ্লোবাল মার্কেটে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। এদিকে স্পেশ্যাল সেলে ভ্যারিয়েন্টটি ২০০ ইউয়ান (প্রায় ২,৩৫০ টাকা) ছাড়ের সাথে পাওয়া যাবে। ফলে দাম কমে দাঁড়াবে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৯০০ টাকা)।

জানিয়ে রাখি, মার্চ মাসে ওয়ানপ্লাস এস ২ভি মূলত তিনটি মেমরি কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। আর আকর্ষণীয় বিষয়টি হল, নতুন ১ টিবি সংস্করণটি আগামী মাসে সেলের সময় ৫১২ জিবি ভার্সনের মতো একই দামে বিক্রি হবে। বেশি স্টোরেজ ছাড়া, OnePlus Ace 2V-এর নতুন মডেলটি অন্যান্য ভ্যারিয়েন্টের মতো একই বৈশিষ্ট্য অফার করে।

স্মার্টফোনটিতে রয়েছে ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, ১,৪৫০ নিট আল্ট্রা-হাই ব্রাইটনেস লেভেল এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত। Ace 2V অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2V-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এটি সমানভাবে ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের পাশাপাশি হোম অ্যাপ্লায়েন্সের ওয়ান-বাটন রিমোট কন্ট্রোল সাপোর্ট করে।

যোগাযোগহীনভাবে অর্থ প্রদানের জন্য ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটটি এনএফসি (NFC) সাপোর্টের সাথে এসেছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Ace 2V-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে, যা ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।