Samsung এর বড় ঘোষণা, Galaxy S23 সিরিজের ফোন তৈরি করবে ভারতেই

স্যামসাং (Samsung) সম্প্রতি বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy S23 লাইনআপটি লঞ্চ করেছে। এই সিরিজটিতে তিনটি স্মার্টফোন অন্তর্ভুক্ত রয়েছে- Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। এই মডেলগুলি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট এবং আরও উন্নত ক্যামেরা সেটআপ-এর মতো বেশকিছু আপগ্রেড অফার করে। S23 সিরিজের হ্যান্ডসেটগুলি ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং সেগুলি আগামী ১৭ ফেব্রুয়ারি ক্রেতাদের কাছে সরবরাহ করা শুরু হবে৷ আর এখন, সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের জন্য Galaxy S23 ইউনিটগুলি স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং অন্য কোনও দেশ থেকে আমদানি করা হবে না৷ আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে Galaxy S23 ইউনিটগুলি স্থানীয়ভাবে তৈরি করা হবে

স্যামসাংয়ের তরফে জানানো হয়েছে এদেশে যত গ্যালাক্সি এস২৩ সিরিজের স্মার্টফোন সরবরাহ করা হবে, তার সবটাই স্থানীয় কারখানায় তৈরি করা হবে। উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত স্যামসাং ইন্ডিয়ার প্ল্যান্টে ভারতে বিক্রি হওয়া সমস্ত গ্যালাক্সি এস২৩, এস২৩ প্লাস এবং এস২৩ আল্ট্রা ফোনগুলি তৈরি করা হচ্ছে। এটি সারা বিশ্বে স্যামসাংয়ের বৃহত্তম স্মার্টফোন উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে একটি এবং কোম্পানিটি ভারতের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ মেটাতে স্থানীয় কারখানাই ব্যবহার করে। ভারতকে বিশ্বের স্মার্টফোন উৎপাদনের কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে, ২০১৮ সালে স্যামসাং এদেশে একটি ফেসিলিটি চালু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফেসিলিটির উদ্বোধন করেন। বেঙ্গালুরুর বিখ্যাত অপেরা হাউসে, স্যামসাং বিশ্বের সবচেয়ে বড় মোবাইল এক্সপেরিয়েন্স সেন্টারও তৈরি করেছে।

জানিয়ে রাখি, স্যামসাং সম্প্রতি শাওমি (Xiaomi)-কে পরাজিত করে ভারতে স্মার্টফোন মার্কেট শেয়ারের ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে। শাওমি অনেকদিন ধরেই প্রথম স্থানটিতে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, শাওমি সেই জায়গাটি হারিয়েছে, আর তাদের টপকে স্যামসাং প্রথম স্থানে পৌঁছে গেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ লাইনআপের স্মার্টফোনগুলি হল কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল। এগুলি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ “গ্যালাক্সির জন্য ডিজাইন করা” ইঞ্জিন, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, ৫জি সংযোগ এবং আরও উন্নত ক্যামেরা পারফরম্যান্স অফার করে।

উল্লেখ্য, এই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্ট, Samsung Galaxy S23 Ultra-এ ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৬.৮ ইঞ্চির কোয়াডএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এছাড়াও, এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ৮ জিবি/১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টেরাবাইট স্টোরেজ, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা৷