Road Accident: পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে WHO

রাস্তায় গাড়ির দুর্ঘটনার ক্ষেত্রে নতুন পরিকল্পনা চালু করছে World Health Organisation (WHO)। তবে ভারতে নয়। সুইজারল্যান্ডের জেনিভাতে (Geneva, Switzerland) ‘Decade of Action for Road Safety 2021 – 2030’ নামক অ্যাকশন প্ল্যান চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্দেশ্য, সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতের হার আগামী ২০৩০ সালের মধ্যে ৫০% শতাংশ কমিয়ে আনা। এই মর্মে UN Regional Commission এবং WHO যৌথভাবে রাস্তায় সুরক্ষা বিষয়ক প্রকল্পটির জন্য গাঁটছড়া বেঁধেছে।

একটি বিবৃতিতে হু জানিয়েছে, প্রতিদিন পথ দুর্ঘটনায় ৩,৫০০-রও অধিক মানুষ প্রাণ হারান। প্রতি বছর প্রায় ১.৩ মিলিয়ন নিহত এবং ৫০ মিলিয়ন মানুষ আহত হন। তবে এটি রোখা যেতে পারে। এই পথ দুর্ঘটনার ফলে সমগ্র বিশ্বে অসংখ্য শিশু এবং যুবক-যুবতী প্রাণ হারান। এমনকি সংস্থাটি এও জানিয়েছে, যদি এরকম ভাবেই চলতে থাকে তবে আগামী ১০ বছরে সমগ্র বিশ্বে ১৩ মিলিয়ন মানুষ নিহত এবং ৫০০ মিলিয়ন আহতের সংখ্যা গিয়ে দাঁড়াবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডঃ টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Tedros Adhanom Ghebreyesus) এই প্রসঙ্গে বলেছেন, “সড়ক দুর্ঘটনার ফলে জীবন ও জীবিকার ক্ষয়ক্ষতি, সৃষ্ট অক্ষমতা, শোক ও বেদনা এবং আর্থিক ক্ষয়ক্ষতি যা পরিবার, জাতি, সমাজ এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দেয়।”

উক্ত কর্মসূচিতে পায়ে হাঁটা, সাইকেল চালানো এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে যাতায়াতের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর ফলে পথ দুর্ঘটনার সংখ্যা কমার পাশাপাশি গড়ে উঠবে স্বাস্থ্যকর এবং সবুজ পৃথিবী। এই অ্যাকশন প্ল্যানটির মাধ্যমে বিশ্বের সমস্ত দেশগুলিকে রাস্তায় বেরোলে যাতে বিপদ এড়ানো যায় সে বিষয়ে উদ্বুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারত সরকারও রাস্তার সুরক্ষার বিষয়ে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী ভারতের রাস্তায় শিশুদের নিয়ে বাইক চালানোর সময় গতিবেগ প্রতি ঘন্টায় ৪০ কিমি এর কম রাখতে হবে বলে জানিয়েছে।