ফেব্রুয়ারিতে Oppo-র কোন কোন হ্যান্ডসেট Android 12 নির্ভর ColorOS 12 আপডেট পাবে? জেনে নিন

Oppo-র কাস্টম ইউজার ইন্টারফেসের লেটেস্ট ভার্সন হল ColorOS 12। আগের তুলনায় এতে যেমন প্রচুর ইমপ্রুভমেন্ট রয়েছে, তেমনই এটি নতুন Android 12 নির্ভর। ColorOS 12 লঞ্চ করার পর ওপ্পো তাদের বিভিন্ন স্মার্টফোনে বিটা ভার্সন ও স্টেবেল বিল্ড রোলআউট করছে।

গত মাসে সংস্থার তরফে জানানো হয়েছিল যে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে কোন কোন হ্যান্ডসেট Android 12 নির্ভর ColorOS 12 আপডেট পাবে। এখন তারা আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে চাইনিজ মার্কেট ওই আপডেট পেতে চলা মডেলের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় থাকা ডিভাইসগুলি বিটার পাশাপাশি স্টেবেল ভার্সনে আপডেট হবে।

উল্লেখ্য, নতুন ColorOS 12 ওয়ানপ্লাস-এর তৈরি স্মার্টফোনেও উপলব্ধ। কারণ ওপ্পো এবং ওয়ানপ্লাস যেমন মিশে গিয়েছে, তেমনই কালারওএস ও অক্সিজেন ওএস কাস্টম ইন্টারফেসের কোডবেস মার্জ হয়েছে।

বিটা আপডেট

১৬ ফেব্রুয়ারি: OPPO K9 Pro 5G

১৭ ফেব্রুয়ারি: OPPO Reno4 SE 5G

২৪ ফেব্রুয়ারি: OPPO Find X3 Pro ফটোগ্রাফার এডিশন

২৮ ফেব্রুয়ারি: OPPO Reno3 Pro 5G, Reno3 Vitality Edition, Reno3 Pro 5G ক্লাসিক ব্লু কাস্টম এডিশন, OPPO K7

স্টেবেল আপডেট

২২ ফেব্রুয়ারি: OPPO Reno5 K 5G, K9 5G , A93 5G

২৩ ফেব্রুয়ারি: OPPO A72 5G

২৪ ফেব্রুয়ারি: OnePlus 9R 5G

২৮ ফেব্রুয়ারি: OPPO Ace2, Ace2 EVA লিমিটেড এডিশন