৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ 5G সাপোর্ট, লঞ্চ হল নতুন দুটি স্মার্টফোন

চলতি সপ্তাহের শুরুতেই, ঘোষণা করা হয়েছিল যে Hi Nova 10 5G সিরিজটি ২০ অক্টোবর চীনে লঞ্চ করা হবে। আর প্রত্যাশামতোই সিরিজটি দেশীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছিল যে, এই স্মার্টফোন লাইনআপটি জনপ্রিয় টেক ব্র্যান্ড হুয়াওয়ে (Huawei)-এর। তবে, এখন জানা যাচ্ছে Hi Nova 10 5G সিরিজটি লঞ্চ করেছে চায়না পোস্ট (China Post)। কোম্পানি এই লাইনআপের অধীনে দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে, এগুলি হল Hi Nova 10 Pro এবং Hi Nova 10। চায়না পোস্ট দ্বারা প্রকাশ করায় এই সিরিজটিতে ৫জি সংযোগ রয়েছে। তাই ডিভাইসগুলির সাথে বাজারে বিদ্যমান Huawei Nova 10 সিরিজের প্রভূত মিল থাকলেও, নতুন লাইনআপটি ৫জি সাপোর্ট এবং ভিন্ন সফ্টওয়্যার অফার করে। এছাড়াও, এগুলিতে রয়েছে ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। চলুন এই নবাগত হ্যান্ডসেটগুলির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

হাই নোভা ১০ প্রো ৫জি এবং হাই নোভা ১০ ৫জি -এর দাম ও লভ্যতা – Hi Nova 10 Pro 5G and Hi Nova 10 5G Price and Availability

হাই নোভা ১০ প্রো ৫জি এবং হাই নোভা ১০ ৫জি- উভয়ই দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে চীনের বাজারে এসেছে। নোভা ১০ প্রো ৫জি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,১৫০ টাকা) এবং এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেনা যাবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৬০০ টাকা)। অন্যদিকে, স্ট্যান্ডার্ড হাই নোভা ১০ ৫জি-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৩,০৫০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৫০০ টাকা)। চীনে আগামী ২৯ অক্টোবর থেকে এই হ্যান্ডসেটগুলি সমস্ত মাধ্যমে বিক্রি করা হবে। তবে, চীনের বাইরের বাজারে এই ডিভাইসগুলির লঞ্চ হবে কিনা, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

হাই নোভা ১০ প্রো ৫জি-এর স্পেসিফিকেশন – Hi Nova 10 Pro 5G Specifications

হাই নোভা ১০ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিসপ্লের ওপরে ডুয়েল সেলফি ক্যামেরা কনফিগারেশনের জন্য একটি পিল আকৃতির কাটআউট অবস্থান করছে। ডিভাইসটি কোয়ালকমের ৫জি-সক্ষম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Hi Nova 10 Pro 5G-এর ব্যাক প্যানেলে ডিম্বাকৃতি রিংয়ের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপটি অবস্থান করছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ শ্যুটার অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১০০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৬০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Hi Nova 10 Pro 5G ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

হাই নোভা ১০ ৫জি-এর স্পেসিফিকেশন – Hi Nova 10 5G Specifications

হাই নোভা ১০ সিরিজের বেস মডেলটি স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে প্রো ভ্যারিয়েন্টের সাথে প্রায় অভিন্ন। তবে, কিছু সূক্ষ্ম পার্থক্যও রয়েছে। এটি সামান্য ছোট ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লের সাথে এসেছে, তবে এতে প্রো মডেলের মতোই ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত এবং এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত।

ক্যামেরার ক্ষেত্রে, Hi Nova 10 5G-এর রিয়ার প্যানেলে প্রো মডেলের মতো একই ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। তবে, ফোনের সামনে শুধুমাত্র একটি ৬০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Hi Nova 10 5G-এ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা মাত্র ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উল্লেখযোগ্যভাবে, Hi Nova 10 5G সিরিজের বেস এবং প্রো ভ্যারিয়েন্ট উভয়ই ডুয়েল স্টেরিও স্পিকার, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং রিভার্স চার্জিংও অফার করে।