Xiaomi 8th Anniversary Sale: অত্যন্ত সস্তা অফারে কেনা যাবে ল্যাপটপ, ফোন, টিভিসহ একাধিক প্রোডাক্ট

গ্রাহকদেরকে খুশি করতে সম্প্রতি জনপ্রিয় ব্র্যান্ড Xiaomi (শাওমি) ভারতে তাদের ‘Xiaomi 8th Anniversary Sale’ (শাওমি ৮তম অ্যানিভার্সারি সেল) নিয়ে হাজির হয়েছে। আসলে বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক চমকপ্রদ প্রোডাক্ট মার্কেটে এনে ইউজারদেরকে সন্তুষ্ট করার পাশাপাশি, হালফিলে জনপ্রিয় এই চীনা স্মার্টফোন কোম্পানিটি দেশে আট বছর পূর্ণ করেছে; আর এই সাফল্য উপলক্ষেই তারা বিশেষ ‘Anniversary Sale’-এর মাধ্যমে ল্যাপটপ, স্মার্টফোন এবং টিভি সহ একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট অফার করছে।

আপনাদেরকে জানিয়ে রাখি, সেলটি গত ৮ জুলাই থেকে শুরু হয়েছে এবং ১৩ জুলাই পর্যন্ত চলবে। সেক্ষেত্রে হাতে থাকা দুদিন সময়ে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতারা ৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে সক্ষম হবেন। আসুন, এখন চলতি ‘শাওমি অ্যানিভার্সারি সেল’-এর আরো কয়েকটি সস্তা অফারের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১. Redmi Smart TV 32 HD Ready: ১৪,০০০ টাকা ডিসকাউন্টের পর ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি (Redmi)-র এই এন্ট্রি-লেভেল টিভিতে ৩২ ইঞ্চি এইচডি রেডি স্ক্রিন রয়েছে। আবার DTS Virtual: X | DTS-HD টেকনোলজিসম্পন্ন এই ডিভাইসটিতে ২০ ওয়াটের ডলবি অডিও স্পিকার বিদ্যমান। এছাড়া কোম্পানির নিজস্ব PatchWall 4 UI সহ আসা অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই টিভিটি ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে।

২. Xiaomi Smart TV 5A Series (32-inch): ২৩,৫০০ টাকা ডিসকাউন্টের সুবাদে ১২,৪৯৯ টাকায় উপলব্ধ

শাওমি স্মার্ট টিভি ৫এ সিরিজের অন্তর্গত টিভিগুলিতে ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি সাইজের এইচডি রেডি স্ক্রিন পাওয়া যাবে। DTS Virtual: X | DTS-HD টেকনোলজিসম্পন্ন এই ডিভাইসগুলিতে ২৪ ওয়াটের ডলবি অডিও স্পিকার রয়েছে। আবার সংস্থার নিজস্ব PatchWall 4 UI সহ আসা অ্যান্ড্রয়েড ১১ দ্বারা চালিত এই মডেলগুলি ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে।

৩. Redmi Smart TV X Series: ১৮,০০০ টাকা ডিসকাউন্টের পর ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে

রেডমি স্মার্ট টিভি এক্স সিরিজে রয়েছে ৩২ ইঞ্চি এইচডি রেডি স্ক্রিন, DTS Virtual: X | DTS-HD টেকনোলজি এবং ৩০ ওয়াটের ডলবি অডিও স্পিকার। সংস্থার নিজস্ব PatchWall 4 UI সহ আসা এই টিভিটি অ্যান্ড্রয়েড ১০ দ্বারা চালিত।

৪. Mi TV 4A 32 Horizon Edition: ৬,০০০ টাকা ডিসকাউন্টের পর ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে

এমআই টিভি ৪এ ৩২ হরাইজন এডিশনে ৩২ ইঞ্চি এইচডি রেডি স্ক্রিন বিদ্যমান। অন্যদিকে Dolby Audio DTS Virtual: X | DTS-HD প্রযুক্তিসহ আসা এই ডিভাইসটিতে ২০ ওয়াটের স্পিকার মজুত রয়েছে। এটিও সংস্থার নিজস্ব PatchWall 4 UI যুক্ত এবং অ্যান্ড্রয়েড ১১ দ্বারা চালিত যা ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে।

৫. RedmiBook 15 i3: ২১,৫০০ টাকা ছাড়ের সুবাদে ৩০,৪৯৯ টাকায় উপলব্ধ

রেডমিবুক ১৫ আই৩-এ ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশনের ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন রয়েছে। এছাড়া লেটেস্ট ১১তম প্রজন্মের ইন্টেল টাইগার লেক কোর আই৩ দ্বারা চালিত এই ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ বিদ্যমান। ডিভাইসটি একটি মাল্টি-টাচ ট্র্যাকপ্যাড সহ আসে এবং ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ অফার করে।

৬. Mi Notebook Ultra: ১৭,৫০০ টাকা ডিসকাউন্টের পরে ৫৪,৪৯৯ টাকায় পাওয়া যাবে

এমআই নোটবুক আল্ট্রা-তে ৩২০০×২০০০ পিক্সেল রেজোলিউশনের ১৫.৬ ইঞ্চি এমআই ট্রুলাইফ+ ডিসপ্লে, ৮ জিবি / ১৬ জিবি র‌্যাম, এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ১১তম প্রজন্মের ইন্টেল আই৫ / আই৭ এইচ৩ প্রসেসর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ আসা এই ডিভাইসটি ১২ ঘণ্টা ব্যাটারি লাইফ অফার করে।

৭. Xiaomi 11 Lite NE 5G: ১৩,০০০ টাকা ডিসকাউন্টের পর ১৮,৯৯৯ টাকায় উপলব্ধ

শাওমির এই স্মার্টফোনটিতে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট মার্কেটে উপলব্ধ রয়েছে – ৬ জিবি + ৬৪ জিবি এবং ৮ জিবি + ১২৮ জিবি। মিড-রেঞ্জের এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল টেলি ম্যাক্রো ক্যামেরা। এছাড়া, স্মার্টফোনটির সামনে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

৮. Xiaomi 11i 5G Series: ১৩,০০০ টাকা ছাড়ের দরুন ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে

শাওমি ১১আই ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। কোম্পানির নিজস্ব এমআইইউআই ১২ সহ আসা অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। মার্কেটে হ্যান্ডসেটটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দেখা মিলবে – ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ১২৮ জিবি। শুধু তাই নয়, মিড-রেঞ্জে উপলব্ধ এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাব, যার মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল টেলি ম্যাক্রো ক্যামেরা। তদুপরি, স্মার্টফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান।