Xiaomi 11i hypercharge: ভারতের প্রথম 120W ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ফোনে 120Hz AMOLED ডিসপ্লে থাকবে

দ্রুততম সময়ে স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে অন্য সংস্থাগুলিকে টেক্কা দিয়ে চলেছে শাওমি (Xiaomi)। তারযুক্ত (ওয়্যারড) এবং তারবিহীন (ওয়্যারলেস) চার্জিং ব্যবস্থায় ইতিমধ্যেই রেকর্ড সময়ে ডিভাইসের ব্যাটারি রিচার্জ করার কৃতিত্বের দাবি করেছে তারা। শাওমির আল্ট্রাফাস্ট চার্জিং প্রযুক্তির পোশাকি নাম হাইপারচার্জ (Hypercharge)। সেই নামেই এবার ভারতে একটি হ্যান্ডসেট নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। যার নাম Xiaomi 11i HyperCharge। স্মার্টফোনটি এ দেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে ৬ জানুয়ারি। এটি ভারতের প্রথম ফোন, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন সংস্থার তরফে Xiaomi 11i HyperCharge এর ডিসপ্লের একটি ফিচার প্রকাশ করা হয়েছে।

ভারতে শাওমির সিনিয়র মার্কেটিং ম্যানেজার সন্দীপ শর্মা Xiaomi 11i HyperCharge এর একটি পোস্টর শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, ফোনে একটি সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ১২০০ নিটস ব্রাইটনেস অফার করে। আবার এর স্ক্রিন ফুল-এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পোস্টার থেকে নিশ্চিত হওয়া যায়, Xiaomi 11i HyperCharge-এর ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল (মাঝখানে) কাটআউট ও পাতলা বেজেল থাকবে।

Xiaomi 11i HyperCharge স্পেসিফিকেশনস

শাওমি ১১আই হাইপারচার্জ চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১১ প্রো+ ৫জি-এর বিব্র্যান্ডেড ভার্সন বলে জল্পনা শোনা যাচ্ছে। তা সত্যি হলে শাওমি ১১আই হাইপারচার্জ কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা-সহ ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং অ্যান্ড্রয়েড ১১/১২ ভিত্তিক  এমআইইউআই ১২.৫ ইন্টারফেসের সঙ্গে আসবে।

শাওমি ১১আই হাইপারচার্জ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া, শাওমি ১১আই হাইপারচার্জ এর ব্যাক প্যানেলে এ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হতে পারে। সেল্ফি ক্যামেরা হিসেবে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।