BS6 ইঞ্জিন সহ লঞ্চ হল 2021 Hero Xpulse 200T, দাম জেনে নিন

হিরো মোটো কর্প (Hero Moto Corp) বেশ নিঃশব্দে Xpulse 200T মোটরসাইকেলের BS6 ভার্সন ভারতে লঞ্চ করলো। উল্লেখ্য, গতবছরের এপ্রিলে মোটরবাইকটির BS6 ভার্সন হিরোর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছিল। তাই BS6 অবতারে Xpulse 200T-র প্রত্যাবর্তন বেশ বিলম্বে ঘটলো বলা চলে। Hero Xpulse 200T মোটরসাইকেলের দাম রাখা হয়েছে ১.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম নিউদিল্লি)। জানিয়ে রাখি, মোটরসাইকেলটির BS4 ভার্সন ভারতে ৯৪,০০০ টাকায় উপলব্ধ ছিল। ফলে পূর্ববর্তী মডেলের তুলনায় নতুন মডেলটি যথেষ্ট ব্যয়বহুল।

2021 Hero Xpulse 200T BS6 ম্যাট শিল্ড গোল্ড, প্যান্থার ব্ল্যাক, ও স্পোর্টি রেড কালার অপশনে পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন মডেলে হিরো কী কী পরিবর্তন করেছে? উত্তরে আমরা বলতে পারি, নতুন ‘ভারত স্টেজ-৬’ (বিএস-৬) দূষণ বিধি মেনে প্রয়োজনীয় মেকানিক্যাল আপডেট ব্যতীত এই মডেলে ডিজাইন বলুন বা হার্ডওয়্যারে কার্যত কোনো পরিবর্তন চোখে পড়বে না।

তবে প্রাইস ট্যাগের সাথে ২০২১ হিরো এক্সপালস ২০০টি মোটরসাইকেলের ফিচার তালিকাও বেশ দীর্ঘ। বাইকটিতে পাবেন এলইডি হেডল্যাম্প ও এলইডি টেল ল্যাম্প, ১৭ ইঞ্চি ব্ল্যাক অ্যালোয় হুইল ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। স্পিড, ট্যাকোমিটার, ট্রিপ মিটার, ওডোমিটারের মতো প্রয়োজনীয় রিডআউট ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি অফার করবে। আবার এটি ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এসেছে৷ স্মার্টফোনের সাথে কানেক্ট করার পর এটি টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ইনকমিং কল নোটিফিকেশন ফিচার অফার করবে।

2021 Hero Xpulse 200T মোটরবাইকটি ১৯৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনে চলবে। যেটি ৮,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৮.৮ পিএস পাওয়ার আটপুট দেয়। আবার ৬,৫০০ আরপিএম গতিতে এটি সর্বোচ্চ ১৬.১৫ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরসাইকেলে থাকছে পাঁচ গতির গিয়ারবক্স। BS6 মাপকাঠি মেনে তৈরি করার ফলে মোটরসাইকেলটি এখন আরও বড়ো ক্যাটালাইটিক কনভার্টার পেয়েছে।

যেহেতু মোটোরসাইকেলের হার্ডওয়ারে হিরো কোনোরূপ পরিবর্তন করেনি। তাই আগের মতো এতে সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক ও সেভেন স্টেপ অ্যাডজেস্টেবল মোনোশক থাকছে। ব্রেকিংয়ের জন্য বাইকটিতে আছে ২৭৬ মিমি ফ্রন্ট ও ২২০ মিমি রিয়ার ডিস্ক৷ সঙ্গে থাকছে সিঙ্গেল-চ্যানেল এবিএস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন