Flipkart আনল Back To School সেল; ল্যাপটপ, ট্যাবলেট বা হেডফোন কেনা যাবে আকর্ষণীয় ছাড়ে

বাড়ি বসে সস্তায় হাজারো রকম জিনিস কিনতে, শপিং প্ল্যাটফর্ম হিসেবে Flipkart-এর জুড়ি মেলা বেশ মুশকিল! কারণ ভারতের এই ই-কমার্স জায়ান্ট সংস্থাটি এমনিতে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরণের প্রোডাক্ট কেনার সুযোগ তো দেয়ই, একই সাথে এটি প্রায় প্রতি মাসেই কোনো না কোনো সেল আয়োজন করে এই সুবিধার মাত্রা দ্বিগুণ করে তোলে। যেমন, মাত্র তিন-চার দিন আগেই Flipkart তার বিশেষ ‘Mobile Bonanza’ সেল এবং ‘TV Days’ সেলের বিক্রি শুরু করেছে; কিন্তু এগুলির রেশ কাটতে না কাটতেই সংস্থাটি ফের ‘Back To School: Gadget Carnival’ নামে একটি সেল আয়োজন করেছে, যাতে স্কুল-কলেজের পড়ুয়ারা অর্থাৎ তরুণ প্রজন্মের ইউজাররা প্রয়োজনীয় ডিভাইসে ব্যাপক সব অফার পাবে। গতকাল অর্থাৎ ৮ই এপ্রিল থেকে এই সেলটি শুরু হয়েছে, যা অ্যাক্সেস করা যাবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত। আবার, এই সেলের জন্য Flipkart – Asus, HP, Realme এবং Boat-এর মত ব্র্যান্ড ও ICICI ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। ফলে মূলত এই সব ব্র্যান্ডের নির্বাচিত প্রোডাক্টে এবং ব্যাংক কার্ডে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। আসুন এই সেলের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

প্রথমেই বলে রাখি, এই সেলে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেড পেমেন্ট করলে বা ইএমআই ট্রানজাকশন করলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এক্ষেত্রে নূন্যতম ৪,৯৯৯ টাকা মূল্যের কেনাকাটা করলে তবেই এই ছাড় মিলবে এবং প্রতিটি কার্ড পিছু সর্বোচ্চ ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। তাছাড়া গ্রাহকের বয়েস নিদেনপক্ষে ১৮ বছর হতে হবে।

অফারের কথা বললে, ৬১,৯৯০ টাকা মূল্যের Asus VivoBook Ultra 14 ল্যাপটপটির ৮ জিবি র‌্যাম যুক্ত ভ্যারিয়েন্টটি ৫৬,১৪৪ টাকায় এবং NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্স যুক্ত HP Pavillion Gaming Ryzen 5 ল্যাপটপটি সেলে ৪৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। এবং এগুলি কেনার সময় ১০০টি সুপারকয়েন ব্যবহার করে অতিরিক্ত ১০০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার Dell-এর Inspiron Core i5 ল্যাপটপটি কিনতে গেলে ৬১,২৯০ টাকা পড়বে, যেখানে Lenovo IdeaPad S145 Core i3 ল্যাপটপটি ৫১,১৯০ টাকার বদলে ৩৫,৯০০ টাকায় কেনা যাবে। এছাড়াও, ৩৭,৫০০ টাকা মূল্যের Acer One 14 Pentium Gold কেনার জন্য ১৯,৯৯০ টাকা খরচ পড়বে। অন্যদিকে Avita Magus Lite Celeron Dual Core ল্যাপটপটি কিনতে চাইলে ব্যয় করতে হবে ১৬,৯৯০ টাকা।

তদুপরি, এই সেলে নির্বাচিত বাজেট ট্যাবলেটের ওপর এবং নয়েজ ক্যান্সলেশন সুবিধাযুক্ত হেডফোনগুলিতে ৪০% ছাড় পাওয়া যাবে। যেখানে, ব্লুটুথ স্পিকারের ওপর ৬০% অফ থাকবে। এক্ষেত্রে Realme Buds Air 2 ইয়ারবাডটি ৩,২৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। আবার, ৪ জিবি র‌্যাম /১ টিবি স্টোরেজ যুক্ত Lenovo Core i3 ডিভাইসটি পাওয়া যাবে ২৩,৯৯০ টাকায়; অন্যদিকে ২২ ইঞ্চির LG মনিটরের দাম পড়বে ৮,১৯৯ টাকা। তাছাড়াও Lenovo Smart M10 গুগল অ্যাসিস্ট্যান্ট এবং Canon G3012 মাল্টি-ফাংশন প্রিন্টারটি যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ১৩,৫৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে।

প্রসঙ্গত, ‘Back To School’ সেলে নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের মত বিশেষ সুবিধাও পাওয়া যাবে। এছাড়া, কোনো ল্যাপটপ কিনলেই মিলবে Vedantu, Avishkaar-এর মত সংস্থাগুলির থেকে ফ্রি-তে কোর্স করার সুযোগও। সেক্ষেত্রে সেলের অফার বা এই কোর্স স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে Flipkart-এর নির্দিষ্ট মাইক্রোসাইটটি ঘেঁটে দেখতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন